ঢাকা, ৫ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার, ২০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ২০ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

বিবিধ

যেভাবে উদ্যোক্তা হয়ে উঠলেন আলিমুল ইসলাম

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ৭ আগস্ট ২০২৩, সোমবার, ১:৩৪ অপরাহ্ন

mzamin

ছোটবেলায় মানুষের অজস্র স্বপ্ন থাকে, শখ থাকে, জীবনে অনেক কিছু করার প্রবল ইচ্ছা থাকে। তবে বেশিরভাগই দেখা যায় বড় হয়ে উঠার  সাথে স্বপ্ন-আকাঙ্খাগুলো বিবর্ণ হয়ে যায়। শৈশবে আমাদের শুধু বলা হয়, পড়াশোনা করতে হবে, আরও অনেক পড়তে হবে। আমাদের একদিন অনেক বড় হতে হবে। কিন্তু প্রায়োগিক শিক্ষাটা কতজন নিতে পারছি। বাংলাদেশ জনবহুল একটি দেশ। এই দেশে প্রতিবছর লাখো তরুণ শিক্ষা জীবন শেষ করছে। শিক্ষা জীবন শেষ করে যখন বেকারত্বের দায় মাথায় নিয়ে বাংলাদেশের তরুণ সমাজ যেখানে চাকরির খোঁজে ব্যস্ত,সেখানেই ব্যতিক্রম আলিমুল ইসলাম (Alimul Islam)। যিনি চাকরির খোঁজে না ছুটে নিজেই তৈরি করেছেন ব্যবসা প্রতিষ্ঠান এবং সেখানেই কাজ দিচ্ছেন অনেক তরুণকে। প্রথম অবস্থাতে তিনি কাজের শুরুটা করেন একটি বিদেশী সফটওয়্যার কোম্পানিতে।

বিজ্ঞাপন
এখন তার নিজস্ব চারটি কোম্পানি বাংলাদেশে যথাক্রমে লিরিক্স ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট, লিরিক্স মটরস, লিরিক্স সফটওয়্যার এবং নেক্সটক্সী ক্লাউড বিজনেস সলিউশন (SAAS)। 
কুষ্টিয়ার কুমারখালি সেওরিয়ায় ১৯৯০ সালে জন্ম গ্রহণ করেন আলিমুল ইসলাম। মাধ্যমিক পরীক্ষা দেন ২০০৮ সালে। ডিপ্লোমা এবং উচ্চ শিক্ষা শেষ করেন ২০১৫ সালে মালয়েশিয়া থেকে। তিনি মালেশিয়াতে বিজনেস এন্ড ইনফরমেশন টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছেন। আলিমুল ইসলামর চারটি কোম্পানিতে এখন শত শত তরুণর চাকরি করছে।  অনলাইন এ হাতে কলমে হাজার হাজার তরুণকে বিনামূল্যে উদ্দোক্তা হিসেবে কাজ শিখাচ্ছে তার কোম্পানি এবং তাদের উপার্জন করার পথ ও তৈরি করে দিচ্ছেন আলিমুল ইসলাম। পাশাপাশি সেখান থেকে যারা ভালো করছে তারা মিলছে বিভিন্ন বড় বড় সফটওয়্যার কোম্পানির চাকুরী।
আলিমুল ইসলাম বলেন, চাকুরী যেন এক সোনার হরিণ। কিন্তু স্বাধীনচেতা জীবন হলো ব্যবসা। শুরুটা ছোট থেকে হলেও মেধা ও পরিশ্রমকে পুঁজি করে সফলতা পাওয়া সম্ভব। তাই বর্তমান তরুণদের ব্যবসার প্রতি আরো জোর দেওয়া উচিত। সেটা ছোট থেকেই হোক অল্প পুঁজি নিয়েই হোক কিন্তু নিজের মেধা ও পরিশ্রম দিয়ে কাজ করলেই তবে ব্যবসা বড় হবে। আপনি যে বিষয়ে পারদর্শী সেই বিষয় দিয়েই ব্যবসা শুরু করুন। আমি পড়াশোনা করেছি আইটি বিষয় নিয়ে। আমি মাস্টার্স শেষ করার পর আমি চিন্তা করলাম যেহেতু পড়াশোনা করেছি আইটি বিষয় নিয়ে সেহেতু আমি আমার কাজ শুরু করব এ ক্ষেত্রে। এই প্রজন্মের তরুণদের উদ্দেশ্যে আমার পরামর্শ থাকবে চাকরির পিছনে ছুটে নিজেকে বেকার তালিকায় যুক্ত না করে ব্যবসায় মনোযোগী হন সফলতা আসবেই। ভবিষ্যতে চিন্তা প্রসঙ্গে আলিমুল ইসলাম বলেন, আমার ভবিষ্যত পরিকল্পনা তরুণদের নিয়ে আমি বেকারত্ব দূর করে প্রত্যেকটি তরুণকে সাবলম্বী করতে চাই।

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিবিধ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status