ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

শরীর ও মন

কানে আঘাতজনিত সমস্যা হলে

ডা. ম. মঈনুল হাফিজ
২৯ জুলাই ২০২৩, শনিবার
mzamin

অনেক সময় হঠাৎ করে আমরা কানে আঘাত পাই। তখন খুব দুশ্চিন্তায় পড়ে যাই যে, এখন কি করা উচিত? এ সময় কানে আঘাতের মাত্রার ওপর বিভিন্ন সমস্যা দেখা যায়। সরাসরি বা শক্ত কিছুর সঙ্গে কানে আঘাত লাগলে কানের আশপাশের হাড়, অথবা কান ও মস্তিষ্কের মধ্যে যে হাড় থাকে টেম্পোরাল ভেঙে যেতে পারে। এতে কানের পর্দা ফেটে যাওয়া এবং কান অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি কানের ভেতর দিয়ে মস্তিষ্কের তরল পদার্থ সিসেএফ লিক করতে পারে।
এছাড়াও অনেক সময় দেখা যায়, কটন বাড বা ধারালো অন্যকিছু দিয়ে কান খোঁচানোর সময় হঠাৎ করে কেউ ধাক্কা দিলে পর্দা ছিদ্র হয়ে যায়। যদিও এটা অনাকাক্সিক্ষত, তবুও সমস্যাটি আমরা প্রায়ই দেখে থাকি।

ঠিক এই সময়ে যেসব সমস্যা হতে পারে, তা হলো-
#  আঘাত পাওয়ার পর কানটি বন্ধ হয়ে যায় বা রোগী কানে কম শুনে।
# কানে শোঁ শোঁ শব্দ হতে পারে।
# অনেক সময় কান দিয়ে রক্তও বের হতে পারে।
# এক্ষেত্রে কানের সঠিক চিকিৎসা না হলে দু’-একদিন পর দেখা যায় কান দিয়ে পুঁজ বা পানি বের হতে পারে।

হতাশ না হয়ে আমাদের যা করা উচিত-
* কান শুকনা রাখতে হবে।
* কানের ভেতরে তুলা, কটন  বাড, পানি কোনো কিছুই  ঢুকানো যাবে না।
* কান ভেজা অবস্থায় মাথায়  পানি ঢালা যাবে না।
* ভালো হয় মাথা ও শরীর আলাদাভাবে ধুয়ে-মুছে নিলে।
* কান পরিষ্কার করা যাবে না।

লেখক: নাক, কান, গলা বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন
চেম্বার: ENT Care Center
রোড-৩৫, হাউজ-৩৮/এ (সানমার টাওয়ার-২, ল্যাবএইডের পাশে),
লেভেল-১৩, গুলশান-২, ঢাকা-১২১২।
মোবাইল-০১৭২৭-০৪৬৭১৫, ০১৭১১-৫৪২৮০০।

শরীর ও মন থেকে আরও পড়ুন

আরও খবর

শরীর ও মন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status