শিক্ষাঙ্গন
এবারও এগিয়ে ছাত্রীরা
স্টাফ রিপোর্টার
(২ মাস আগে) ২৮ জুলাই ২০২৩, শুক্রবার, ১২:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

বরাবরের মতো চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে রয়েছেন মেয়েরা। এসএসসি ও সমমানের পরীক্ষায় মেয়েদের পাসের হার ৮১.৮৮ শতাংশ। সেখানে ছাত্রদের পাসের হার ৭৮.৮৭ শতাংশ। মোট পাসের হার ৮০.৩৯।
ছাত্রীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৯৮ হাজার ৬১৪ জন। ছাত্র পেয়েছেন ৮৪ হাজার ৯৬৪ জন। মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন।
এর আগে সকাল সাড়ে ১০টায় এ ফল প্রকাশিত হয়। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে এ ফল প্রকাশ হয়।
শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এসএসসি ও সমমানের ফল নিয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর আগে পরীক্ষার ফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়। এসময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ছাড়াও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সেখানে উপস্থিত ছিলেন।
জানা যায়, ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২০ লাখ ৭৮ হাজার ২১৬ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে ছাত্র সংখ্যা হচ্ছে ১০ লাখ ২৪ হাজার ৯৮০ জন।
পাঠকের মতামত
তথাস্তু ! ৮৬,৮০,৭৯ নম্বরম প্রাইভেটাম ভার্সিটিনম ভর্তিমম ইনকামোতম মজাপাতাম !!
মন্তব্য করুন
শিক্ষাঙ্গন থেকে আরও পড়ুন
শিক্ষাঙ্গন সর্বাধিক পঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়/ পরীক্ষা দিতে এসে হামলার শিকার ছাত্রদল নেতা, প্রক্টর তুলে দিলেন পুলিশের হাতে
ক্লাস শুরু ৮ই অক্টোবর/ একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]