কলকাতা কথকতা
একের পর এক খুন-ধর্ষণের তথ্য অনুসন্ধান করতে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আজ যোগীরাজ্যের প্রয়াগরাজে
জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(৩ বছর আগে) ২৪ এপ্রিল ২০২২, রবিবার, ১০:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৩৬ অপরাহ্ন
এক সপ্তাহের মধ্যে ১০টি খুন, তার সঙ্গে ধর্ষণের অভিযোগ। যোগী আদিত্যনাথের খাসতালুক প্রয়াগরাজে তথ্য অনুসন্ধানে রবিবার গেল তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম।
এই দলে আছেন সাংসদ দোলা সেন ও মমতা বালা ঠাকুর। আছেন জ্যোৎস্না মান্ডি, সাকেত গোখেল ও ললিতেশ ত্রিপাঠি। যোগীরাজ্যের প্রয়াগরাজে একসপ্তাহ আগে খগোলপুরায় ৩৮ বছরের প্রীতি তিওয়ারির গলা কাটা মৃতদেহ উদ্ধার হয়। পাওয়া যায় তিন মেয়ে ১২ বছরের মাহি, ৮ বছরের পিহু ও ৩ বছরের কুহুর গলাকাটা দেহ। তাদের বাবা রাহুলের ঝুলন্ত মৃতদেহ মেলে অল্প দূরেই। পাঁচ বছরের মেয়ে সাক্ষি অবশ্য এই ঘটনায় রক্ষা পেয়ে যায়। দু’একটি মৃতদেহ বিবস্ত্র অবস্থায় মেলায় ধর্ষণের তত্ত্বও উড়িয়ে দেয়া যাচ্ছে না। এই হত্যাকাণ্ডের রেশ মেলাতে না মেলাতেই প্রয়াগরাজের খোরাজপুরে ৫৫ বছরের রামকুমার যাদব, তার ৫২ বছর বয়স্কা স্ত্রী কুসুম দেবী, ২৫ বছরের মেয়ে মনীষা, ২৭ বছরের পুত্রবধূ সবিতা ও নাতনি মীনাক্ষীর গলাকাটা দেহ উদ্ধার হয়। ছেলে ঘটনাস্থলে না থাকায় সে বেঁচে যায়। তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বলেন, বিজেপি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির ব্যাপারে বড় ব্যস্ত, যোগী আদিত্যনাথের রাজ্যে কি হবে? সেখানে শিশুরাও খুন হচ্ছে, খুন হচ্ছেন পরিবারের সবাই, ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হচ্ছে। কি বলবে বিজেপি? প্রয়াগরাজের পুলিশ কর্তারা এখন দুই অপরাধের মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছেন।