শিক্ষাঙ্গন
স্কুলে অনুপস্থিত ৩৪ শিক্ষককে শোকজ
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ২৩ জুলাই ২০২৩, রবিবার, ৮:২৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৮ অপরাহ্ন
ছুটি না নিয়ে স্কুলে অনুপস্থিত থাকায় ৩৪ জন শিক্ষককে শোকজ করা হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তাদের শোকজের জবাব দিতে বলা হয়েছে। রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হক হেনরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুন মাসে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ডিজিটাল মনিটরিং সিস্টেমের আওতায় মাধ্যমিকের মাঠ পর্যায়ের কর্মকর্তারা পূর্ব ঘোষণা ছাড়াই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরিদর্শনকালে ৩৪ জন শিক্ষককে বিদ্যালয়ে উপস্থিত থাকতে দেখা যায়নি। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে উপস্থিত না থাকার সুস্পষ্ট কারণ মাউশিতে পাঠাতে হবে। শোকজ খাওয়া প্রতিষ্ঠানের মধ্যে রংপুরের ১০ জন, রাজশাহীর ৭ জন, খুলনা অঞ্চলের ৫ জন, ঢাকা অঞ্চলের ৪ জন, ময়মনসিংহ অঞ্চলের ৩ জন, কুমিল্লা অঞ্চলের ২ জন, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট অঞ্চলের ১ জন শিক্ষক রয়েছেন।
উল্লেখ্য, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষকরা। টানা ১৩ দিন ধরে সড়কে তারা।
সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে বেতন-ভাতা সমন্বয়ের দাবি দীর্ঘদিনের। সরকারের পক্ষ থেকে সুনজর না পাওয়ায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। আন্দোলন থেকে সরাতে অভিযোগ রয়েছে পুলিশের বাধারও। শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসেছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৈঠক শেষে বলেছেন, নির্বাচনের আগে জাতীয়করণ সম্ভব নয়। শিক্ষকরা বলছেন, ঢাকা এসে খালি হাতে ফিরবেন না তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পাঁচ মিনিটের সাক্ষাৎ চান তারা। প্রধানমন্ত্রী আশ্বস্ত করলে ঘরে ফিরবেন। এদিকে মাউশি থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিত শিক্ষকদের তালিকা প্রস্তুত করারও নির্দেশনা দেয়া হয়েছিল।
শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাসে অনুপস্থিত শিক্ষকদের তালিকা করার জন্য স্কুল ম্যানেজিং কমিটি ও স্থানীয় শিক্ষা প্রশাসনকে নির্দেশ দেয়া হয়। ১৮ই জুলাই মাউশি অধ্যাপক (কলেজ ও প্রশাসন) শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, মাউশির অধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের যেসব শিক্ষক নিয়মিত স্কুলে আসছেন না, তাদের তালিকা করতে হবে।