কলকাতা কথকতা
কাশ্মীরে হেনস্থার শিকার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ বছর আগে) ৮ জুন ২০২২, বুধবার, ১০:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৩৭ পূর্বাহ্ন

মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এসএসসি দুর্নীতি নিয়ে একটির পর একটি চাঞ্চল্যকর রায় দিয়ে ইতিমধ্যেই বিখ্যাত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হেনস্থার শিকার হলেন কাশ্মীরে বেড়াতে গিয়ে। বিচারপতি গঙ্গোপাধ্যায় এই কথা নিজেই জানিয়ে বলেন, তিনি এই হেনস্থার বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান তিনি লাদাখে বেড়াতে গিয়েছিলেন গ্রীষ্মের ছুটিতে। দ্রাসে পৌঁছে তাঁর মর্মান্তিক অভিজ্ঞতা হয়।
তাঁর জন্য কোনও ব্যবস্থাই রাখা হয়নি নিয়মানুযায়ী। তিনি বাধ্য হন ১৩ হাজার টাকার হোটেলে রাত কাটাতে। নিকটবর্তী দ্রাস থানায় গিয়ে তিনি দেখেন, আধিকারিক ঘুমাচ্ছেন। নিজের চেষ্টায় অপেক্ষাকৃত কম দামের হোটেলে তিনি এরপর ওঠেন। সেখানকার ব্যবস্থা ভালো ছিল। তাঁকে প্রথা অনুযায়ী কোনও এসকর্ট ব্যবস্থা দেয়া হয়নি। বলা হয় তিনি শ্রীনগর পৌঁছালে একজন অফিসার তাঁর সঙ্গে দেখা করবেন কিন্তু কেউ আসেনি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় অমিত শাহকে লিখেছেন, দেখে মনে হচ্ছে কাশ্মীরে কেউ কেউ এখনও ভারত বিরোধী মনোভাব পোষণ করেন। এগুলি তারই বহিঃপ্রকাশ।