শিক্ষাঙ্গন
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হচ্ছে না
স্টাফ রিপোর্টার
(৩ বছর আগে) ৬ জুন ২০২২, সোমবার, ৯:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:২৮ পূর্বাহ্ন

এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষাও হচ্ছে না। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
তিনি বলেন, তাঁরা শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণের ওপর গুরুত্ব দিচ্ছেন। সুতরাং এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হবে না। আগের দিন রোববার শিক্ষামন্ত্রী দীপু মনি ঘোষণা দিয়েছিলেন, গত দুই বছরের মতো এ বছরও জেএসসি ও জেডিসি পরীক্ষা হবে না।