ঢাকা, ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ জিলক্বদ ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

সিলেটে তারুণ্যের সমাবেশে ফখরুল

নতুন ঘোষণা আসছে, আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে

ওয়েছ খছরু, সিলেট থেকে
১০ জুলাই ২০২৩, সোমবার
mzamin

সিলেটে আলীয়া মাদ্রাসা ময়দানে বিএনপি আয়োজিত তারুণ্যের বিশাল সমাবেশ ছবি: মাহমুদ হোসেন

ঢাকার সমাবেশে বিএনপি’র পক্ষ থেকে নতুন ঘোষণা আসছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বিকালে সিলেটের আলীয়া মাদ্রাসা ময়দানে বিভাগীয় তারুণ্যের সমাবেশে বক্তৃতাকালে এ কথা জানিয়ে বলেছেন, ‘নতুন ঘোষণা আসছে। আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। দেশ, মানুষ ও গণতন্ত্রকে উদ্ধার করার জন্য দেশের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এবারের আন্দোলন সফল করতে হবে। তিনি বলেন, এ সংগ্রামে রাজপথে মানুষ আর মানুষ এবং তরুণ আর তারুণ্যের সমাবেশ ঘটাতে হবে এবং এর মধ্যদিয়ে বুকের উপর পাথর হয়ে বসে থাকা সরকারকে হটিয়ে সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। একবার মাথা উঁচু করে দাঁড়াতে হবে। দুর্বার আন্দোলন চালিয়ে দানবের হাতে থাকা দেশকে রক্ষা করতে হবে। গতকাল বিকালে সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল বিভাগীয় এ সমাবেশের আয়োজন করে। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে দলে দলে আসতে থাকেন নেতাকর্মীরা। বিভাগের বিভিন্ন জায়গা থেকে গাড়ির বহর নিয়ে নেতারা আসেন। দুপুর পেরোতেই মাদ্রাসা ময়দান কানায় কানায় ভরে যায়। 

স্লোগানে স্লোগানে মুখরিত হয় আলীয়া মাদ্রাসা মাঠ। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তৃতাকালে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে দেশে আর কোনো নির্বাচন হবে না। এই সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে। পদত্যাগ করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। বলেন, ‘আওয়ামী লীগ বলে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কিন্তু কোন সংবিধান? যে সংবিধান আওয়ামী লীগ নিজেরাই কাটছাঁট করে নিজেদের মতো করেছে। সেই সংবিধান অনুযায়ী নির্বাচন করতে চায় তারা। অথচ বাংলাদেশের জনগণ আগেই সিদ্ধান্ত নিয়েছে- নির্বাচন হবে নির্দলীয় সরকারের অধীনে। দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। বিশেষত আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তার প্রমাণ গত দুটি নির্বাচনে পাওয়া গেছে। দেশে এখন কারও ভোটাধিকার নেই। জনগণ ভোট দিতে পারে না। ভোটাধিকারের কথা বললে হামলা, নির্যাতন, গুম, খুন করা হয়।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর সভাপতিত্বে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ কথায় কথায় উন্নয়নের কথা বলে। অথচ উন্নয়নের নামে তারা লুটপাট করছে। শতভাগ বিদ্যুতের নামে হাজার হাজার কোটি টাকা লুটে নেয়া হয়েছে। সরকারি গবেষণা সংস্থা বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে চুক্তিকে অপচুক্তি ও লুটেরা মডেল বলা হয়েছে। গত এক বছরে ২৪ হাজার কোটি টাকা লুট হয়েছে বলে সরকারি সংস্থার পর্যবেক্ষণে উঠে এসেছে। আদতে গত দুই বছরে বিদ্যুৎ খাতে ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা লুট করা হয়েছে। কেবল বিদ্যুৎ নয়, সবক্ষেত্রেই লুটপাট চলছে। যে পদ্মা সেতু নির্মাণে ১০ হাজার কোটি টাকা প্রয়োজন সেটির জন্য ২০ হাজার কেটি টাকা ব্যয় করা হয়েছে। দুর্নীতি করে স্বাস্থ্য ও শিক্ষাখাতকে ধ্বংস করে দেয়া হয়েছে বলে সমাবেশে জানান তিনি। বলেন, সরকার কেবল রাস্তাঘাট বানাচ্ছে কিন্তু কোনো কর্মসংস্থান সৃষ্টি করছে না। দেশে লাখ লাখ লোক বেকার। কৃষক ফসলের দাম পায় না। অথচ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে। মানুষ খেতো পারছে না। এই হলো আওয়ামী লীগের উন্নয়ন। ১২ই জুলাই ঢাকায় তারুণ্যের সমাবেশ করা হবে জানিয়ে ফখরুল বলেন, এই সমাবেশের মধ্যদিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। 

এই সমাবেশ থেকে সমগ্র তরুণ সমাজ দেশকে পুণরাদ্ধার করার জন্য রাস্তায় নেমে এসেছেন। ১২ই জুলাই ঢাকার সমাবেশ থেকে বর্তমান সরকারের পদত্যাগে এক দফা কর্মসূচি দেয়া হবে। আন্দোলনের মাধ্যমেই সরকারকে হটাতে হবে। সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান আজ দেশ বাঁচানোর ডাক দিয়েছেন। তার আহ্বানে রাজপথে নেমে এসেছে বাংলার তরুণ সমাজ। আজ তরুণরা জেগে উঠেছে। তরুণরা জেগে উঠলে কোনো স্বৈরশাসকই ক্ষমতায় টিকতে পারেনি। 

এই সরকারও টিকে থাকতে পারবে না। এ সময় উপস্থিত জনতাকে সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া ও ঘরে না ফেরার শপথবাক্য পাঠ করান টুকু। যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবকল দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ বক্তার বক্তব্য রাখেন ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর কমিটির সভাপতি নাসিম হোসাইন প্রমুখ। এ ছাড়া গুম হওয়া বিএনপি নেতাদের পরিবারের সদস্যরা ও নির্যাতিত বিএনপি নেতাদের কয়েকজন এই সমাবেশে বক্তব্য রাখেন। সমাবেশের আগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রথম পাতা থেকে আরও পড়ুন

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: news@emanabzamin.com
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status