বিনোদন
র্যাচেল শেলির কামব্যাক
বিনোদন ডেস্ক
৯ জুলাই ২০২৩, রবিবার
২০০১ সালে মুক্তি পায় আমির খান অভিনীত জনপ্রিয় বলিউড সিনেমা ‘লগান’। এটি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে। এই সিনেমায় দর্শকদের নজর কাড়েন অভিনেত্রী র্যাচেল শেলি। পরনে সাদা গাউন আর মুখে ভাঙা ভাঙা হিন্দি। ভারতীয়দের ক্রিকেট খেলা শেখানো থেকে শুরু করে ভুবনের প্রেমে হাবুডুবু খাওয়া। সাবলীল অভিনয়ে এলিজাবেথ র্যাচেল মন জয় করে নিয়েছিলেন সিনেপ্রেমীদের। এরপর থেকেই দর্শক তার কথা ভুলতে পারেননি। কিন্তু এরপর আর কোনো বলিউড সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি এই অভিনেত্রীকে। এবার দীর্ঘ সময় পর আবারো ভারতীয় ছবিতে ফিরছেন তিনি।
নেটফ্লিক্সে অপরাধ তদন্তমূলক সিরিজ ‘কোহরা’র হাত ধরে কামব্যাক হচ্ছে তার। নিজের ছেলের সঙ্গে সম্পর্কের টানাপড়েন এই গল্পের মুখ্য বিষয়বস্তু। এই ছবিতে গল্পের একাধিক স্তর রয়েছে। র্যাচেল জানান, তার কাছে এই কাজ বেশ চ্যালেঞ্জিং। ভালোবাসা, সফলতা, ব্যর্থতা কীভাবে সম্পর্কের মধ্যে ঢুকে পড়ে তা ‘কোহরা’তে ফুটে উঠেছে। এখানে মানুষের আবেগের জটিলতাও ফুটে উঠেছে স্পষ্টভাবে। আমার চরিত্র ক্লারা এই ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গল্পটি যত এগোবে দর্শক গল্পের বিভিন্ন মোড় দেখতে পাবেন। আগামী ১৫ই জুলাই নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি।