বিনোদন
ঈদে এগিয়ে ‘বরবাদ’
স্টাফ রিপোর্টার
১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
এবারের ঈদে ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে। ছবিগুলো হলো- ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘চক্কর’, ‘অন্তরাত্মা’ এবং ‘জ্বীন-৩’। এর মধ্যে শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’ এর কারণে প্রথম সপ্তাহেই ছিটকে পড়েছে একই নায়কের চার বছর আগে অভিনয় করা ‘অন্তরাত্মা’। কারণ, ঈদের প্রথম দিন থেকেই শাকিবের ‘বরবাদ’ এর জয়জয়কার চলছে সিঙ্গেল স্ক্রিনগুলোতে। একই অবস্থা সিনেপ্লেক্সগুলোতেও। ঈদের দ্বিতীয় সপ্তাহ চলছে এখন। এমন অবস্থাতেই সিঙ্গেল স্ক্রিন ও সিনেপ্লেক্সে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা হাউসফুল চলছে। যদিও আফরান নিশোর ‘দাগি’ ও সিয়াম আহমেদের ‘জংলি’ও সিনেপ্লেক্সে হাউসফুল যাচ্ছে। প্রশংসাও কুড়াচ্ছে। তবে স্টার সিনেপ্লেক্সে এখনো সর্বোচ্চ শো রয়েছে ‘বরবাদ’ এর। বর্তমানে ৪৫টি শো চলছে ছবিটির, যা এ মাল্টিপ্লেক্সের শোগুলোর অর্ধেকেরও বেশি। এমনটাই জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ। এদিকে, ‘বরবাদ’- এ শাকিব খানের অভিনয়-পারফরম্যান্স নিয়ে চলছে ভূয়সী প্রশংসা। ছবিতে এ শীর্ষ নায়ককে একেবারে নতুন লুকে ও চরিত্রে হাজির করেছেন পরিচালক মেহেদী হাসান হৃদয়। আর তার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার ইধিকা পাল। ছবির ‘চাঁদ মামা’ গানটি ইতিমধ্যে ইউটিউবের ট্রেন্ডিংয়ের শীর্ষে অবস্থান করছে। এদিকে, সিঙ্গেল স্ক্রিনে সবচেয়ে বেশি মুক্তি পেয়েছে ছবিটি। ঢাকা ও তার বাইরে ‘বরবাদ’ এর কাটতিও চোখে পড়ার মতো। সবমিলিয়ে ১২০ হলে মুক্তি পায় ছবিটি। সিঙ্গেল স্ক্রিন-সিনেপ্লেক্স মিলিয়ে এখন পর্যন্ত দর্শকপ্রিয়তা ও টিকিট কাটতির দিক দিয়ে শীর্ষে অবস্থান করছে ছবিটি। এরপরই অবস্থান করছে নিশোর ‘দাগি’। আর তার কাছাকাছি রয়েছে সিয়াম আহমেদের ‘জংলি’।