বিনোদন
পদবি ব্যবহারে আপত্তি
বিনোদন ডেস্ক
১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
বলিউডের নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী কাজলের নামের পাশে অন্য কোনো শব্দ বা পদবি নেই। অনেকদিন ধরেই ভক্তদের মধ্যে প্রশ্ন রয়েছে, কেন তিনি নামের পাশে পদবি ব্যবহার করেন না। সম্প্রতি এক অনুষ্ঠানে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কাজল। তিনি জানান, পরিবারের উত্তরাধিকার সূত্রে পাওয়া পদবির বোঝা বহন করে বিখ্যাত হতে চান না তিনি। বলিউডে পা রাখার সেই দিনগুলোর কথা স্মরণ করে কাজল বলেন, তার মা তনুজা তাকে পদবি ব্যবহার নিয়ে একবার জিজ্ঞাসা করেছিলেন। বংশ পরম্পরায় পাওয়া পদবি কি তিনি ব্যবহার করতে চান? অভিনেত্রী সেদিন তার মা’কে বলেছিলেন, তিনি নিজের কাজের প্রতি সৎ থাকতে চান এবং তার বংশের বোঝা বহন করতে চান না কোনোভাবেই। তাই তিনি কেবলই কাজল নামটা ব্যবহার করার সিদ্ধান্ত নেন। এ অভিনেত্রীর কথায়, আমি আসলে মা অথবা বাবা কোনো পক্ষেরই পদবি ব্যবহার করতে চাইনি। আমি মনে করেছিলাম, যদি শুধু কাজল নামে পরিচিত হই, তাহলে হয়তো আমার ওপর চাপ থাকবে না। আজও সেই কথাটাই মাথায় রেখেছি। তাই পরবর্তীতেও কখনো নামের পাশে পদবি যোগ করার প্রয়োজন মনে করিনি। শুধু পদবি নিয়েই নয়, হাতেগোনা সিনেমার তালিকা নিয়েও মুখ খুলেছেন কাজল। তিনি বলেন, আমি পুরো ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে কম কাজ করা একজন অভিনেত্রী। নতুন যারা এসেছেন, তারাও বোধ হয় আমার থেকে বেশি কাজ করেছেন। আমার তালিকায় মনে হয় খুব বেশি হলে ৫০ থেকে ৫৫টি সিনেমা হবে।