বিনোদন
‘এবার সিনেমা নিয়ে উন্মাদনাটা বেড়েছে’
স্টাফ রিপোর্টার
১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমায় প্রধান খল চরিত্রে অভিনয় করেছিলেন শহীদুজ্জামান সেলিম। পরে ক্যামিও বা পার্শ্ব চরিত্রে ফিরলেও প্রধান খল চরিত্রে তাকে আর দেখা যায়নি। তবে, ঈদে মুক্তি পাওয়া ‘দাগি’ সিনেমায় আফরান নিশোর মুখোমুখি হন এই অভিনেতা। যেখানে আগের চেয়েও ভয়ঙ্কর রূপে দেখা মেলে তার। সম্প্রতি ‘দাগি’র বিশেষ শোতে এসে শহীদুজ্জামান সেলিম বলেন, নির্মাতা শিহাব শাহীনের সঙ্গে এর আগে ওটিটিতে কাজ করা হলেও কোনো সিনেমায় হয়নি। ‘দাগি’র মাধ্যমে প্রথম সিনেমায় কাজ করলাম। আর প্রযোজক শাহরিয়ার শাকিলের যত সিনেমা আছে সবক’টিতে কেমন করে যেন আমি ঢুকে যাই। এবার তার ‘দাগি’ সিনেমায় আছি। সামনে ‘তাণ্ডব’ হচ্ছে, এর আগে ‘সুড়ঙ্গ’, ‘তুফান’, ‘প্রিয়তমা’য় ছিলাম। ঈদ সিনেমার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এবারের ঈদে ছয়টা ছবি মুক্তি পেয়েছে। সবক’টিতে দর্শকদের আগ্রহ রয়েছে। আর ‘দাগি’র টিকিট আমি নিজেও পাচ্ছিলাম না। অবশেষে শিহাব শাহীন আমাকে সুযোগ করে দিয়েছে ছবিটা দেখার জন্য। তা না হলে আমাকে আরও ১০/১৫ দিন পর সিনেমাটা দেখতে হতো। অগ্রিম টিকিটও পাওয়া যাচ্ছে না। আমাদের নির্মাতারা এখন ভালো ভালো সিনেমা দিতে পারছে দর্শকদের। আগে যেমন ঈদের সময় নাটক নিয়ে উন্মাদনা হতো। গত দুই-তিন বছর ধরে ঈদে সিনেমা নিয়ে উন্মাদনাটা বেড়েছে। এবার ঈদে সেটা ব্যাপকভাবে দেখতে পাচ্ছি। এই স্রোত যদি চলতে থাকে, তাহলে আপনারা সবাই জানেন, আমাদের দেশে সিনেমা হলের সংখ্যা কমে গেছে, সিনেমা হলে যদি দর্শক হয় তাহলে হলের সংখ্যা বাড়বে। নির্মাতারা ভালো ভালো ছবি তৈরি করবে। প্রযোজকরা যখন টাকাটা ফেরত পাবে, তখন তারা আরও ভালো বাজেটের সিনেমা তৈরি করবে এবং দর্শকদের সেটা উপহার দেবে। আমি ‘দাগি’তে অভিনয় করতে পেরে খুবই আনন্দিত।