বিনোদন
বৈশাখে ‘বিলডাকিনি’
স্টাফ রিপোর্টার
১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
গেল ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় মোশাররফ করিম অভিনীত সিনেমা ‘চক্কর’। অন্যান্য সিনেমার সঙ্গে তাল মিলিয়ে এখনো হলে চলছে সিনেমাটি। এর মধ্যেই তার অভিনীত আরও এক সিনেমা ‘বিলডাকিনি’ মুক্তির ঘোষণা এসেছে। আগামী ১৪ই এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেত্রী পার্নো মিত্র। সিনেমাটি নির্মাণ করেছেন ফজলুল কবীর তুহিন। কথাসাহিত্যিক নুরুদ্দিন জাহাঙ্গীরের ব্যতিক্রমধর্মী কাহিনী অবলম্বনে এটি নির্মাণ করা হয়েছে। নির্মাতা ফজলুল কবীর তুহিন বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে গত জানুয়ারিতে মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছিলাম। আমাদের এখানে প্রতি
ঈদের সময় হলে দর্শকের সমাগম দেখা যায়। বন্ধ থাকা হলগুলোও খোলা হয়। সেই রেশ থাকতেই বৈশাখ উপলক্ষে দর্শকের সামনে ‘বিলডাকিনি’ নিয়ে আসতে চাই। ‘বিলডাকিনি’তে মোশাররফ করিম অভিনয় করেছেন মানিক মাঝি চরিত্রে। যিনি একজন বাউলের সন্তান। অন্যদিকে, পার্নোর চরিত্রের নাম হানুফা। এতে আরও অভিনয় করেছেন- শাহজাহান সম্রাট, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, রশীদ হারুন, হাবিব মাসুদ, আইনুন নাহার পুতুল প্রমুখ।