ঢাকা, ৫ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার, ২০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ২০ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

শিক্ষাঙ্গন

শিক্ষা জীবন শেষ হওয়ার পূর্বেই কর্মসংস্থানের উদ্যোগ ওস্তাদজীর

অনলাইন ডেস্ক

(৩ মাস আগে) ৪ জুলাই ২০২৩, মঙ্গলবার, ৫:১০ অপরাহ্ন

mzamin

একবিংশ শতকের জব চ্যালেঞ্জ মোকাবিলা ও চতুর্থ শিল্প বিপ্লবের কারণে সৃষ্ট সুযোগগুলো কাজে লাগিয়ে চাকরির বাজারে তরুণদের প্রস্তুত করবে স্মার্ট এডুকেশন প্ল্যাটফর্ম ও টিউটর্স মার্কেট-প্লেস ওস্তাদজী ও আমেরিকার সিলিকন ভ্যালির স্টার্ট-আপ ওয়াদানি ফাউন্ডেশন। জব রেডি সার্টিফিকেট প্রোগ্রামের আওতায় ১ লাখ তরুণ ৫টি কোর্সের মাধ্যমে নিজেদের বর্তমান সময়ের কর্মক্ষেত্রের জন্য যোগ্য প্রার্থী হিসেবে গড়ে তুলবে। কোর্সগুলো হলো- ডাটা এনালাইসিস, টোয়েন্টিফার্স্ট সেঞ্চুরি এমপ্লয়াবিলিটি স্কিল ডেভেলপমেন্ট, টোয়েন্টিফার্স্ট সেঞ্চুরি এমপ্লয়াবিলিটি স্কিল এসেসমেন্ট বাই ইন্ডাস্ট্রি এক্সপার্ট, মক টেস্ট বাই ইন্ডাস্ট্রি এক্সপার্ট, সিভি রাইটিং অ্যান্ড ভেটিং বাই ইন্ডাস্ট্রি এক্সপার্ট। কোর্স শেষ করার পর সবার মিলবে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য সার্টিফিকেট ও স্কিল কার্ড।

ওস্তাদজীর প্রতিষ্ঠাতা জুলিয়াস সিজার তালুকদার বলেন ১ লাখের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ১০ হাজার সিট বরাদ্দ থাকবে। বাকি ৯০ বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজের জন্য। আমি সেই সময়ের স্বপ্ন দেখি যখন প্রত্যেক তরুণ শিক্ষা জীবন শেষ হওয়ার পূর্বেই একটি কর্মসংস্থানের নিশ্চয়তা নিয়ে শিক্ষা জীবন শেষ করবে। আর সেই স্বপ্নের সময়টি কেউ গড়ে দেবে না, আমরাই হব সেই সময়ের নির্মাতা।

আগামী ৭ই জুলাই থেকে এই প্রোগ্রামের রেজিস্ট্রেশন শুরু হবে এবং ১০ই জুলাই থেকেই কোর্স চালু হবে। পার্টনার হিসেবে থাকছে, টিম পজিটিভ বাংলাদেশ, ইন্টার্ন বিডি, ইসেবী, ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ, স্কুল অব লাইফলং লার্নিং।

শিক্ষাঙ্গন থেকে আরও পড়ুন

আরও খবর

   

শিক্ষাঙ্গন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status