দেশ বিদেশ
শুচিতা পুনরায় ব্যবহারযোগ্য স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিনের যাত্রা হলো শুরু
স্টাফ রিপোর্টার
১৫ জুন ২০২৩, বৃহস্পতিবার
ফাইভ আর সিকিউরেক্স কনসোর্টিয়াম এবং সোশ্যাল এক্টিভিস্ট ফাইজা রহমান-এর সহযোগিতায় শুচিতা পুনরায় ব্যবহারযোগ্য স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিনের যাত্রা শুরু হলো ঢাকায়। ১০ই জুন শনিবার গুলশানের জাস্টিস সাহাবুদ্দীন আহমেদ পার্কের মহিলা অঙ্গন কর্নারে এর উদ্বোধন করা হয়। মূলত পরিবেশবান্ধব ও স্বাস্থ্যবান্ধব উপাদানে নারী ও সমাজকে অংশগ্রহণমূলক উদ্দীপনা দিতেই এই উদ্যোগ। এতে প্রধান অতিথি ছিলেন ইক্যুয়ালিটি অ্যান্ড রাইটস এক্টিভিস্ট শীপা হাফিজা, শুচিতা ও পার্সিভ-এর প্রতিষ্ঠাতা পরিচালক ফাতিহা পলিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জহুরুল ইসলাম কোম্পানিজ-এর সিনিয়র গ্রুপ ডিরেক্টর মাহফিদা ইসলাম সিদ্দিকী, ফ্রেন্ডশিপ ইন্টারন্যাশনালের ডেপুটি ডিরেক্টর আহমেদ তৌফিকুর রহমান ও ওমেন এন্টারপ্রেনার সালেহা সারোয়ার, ফাইভ আর সিকিউরেক্স কনসোর্টিয়াম -এর সিইও জুনায়েদ রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন শুচিতা ও পার্সিভ-এর ডিরেক্টর ফারজানা সুলতানা।
প্রধান অতিথি ইক্যুয়ালিটি ও রাইটস এক্টিভিস্ট শীপা হাফিজা তার বক্তব্যে বলেন, মেয়েদের জন্য একটি স্বাচ্ছন্দ্য ও আরামদায়ক পৃথিবী দিতে হলে দুটি ক্ষেত্রে নজর দেয়া অত্যাবশ্যক। কর্মক্ষেত্রে মাসিক ব্যবস্থাপনা এবং সন্তানের জন্য বিশেষ ব্যবস্থা। সভাপতির বক্তব্যে শুচিতা’র প্রতিষ্ঠাতা পরিচালক ফাতিহা পলিন বলেন, আমাদের সকল কাজের মূলমন্ত্র পরিবেশ সচেতনতা। সেই একই ধারায় আমরা পরিবেশবান্ধব ও নারীর সুস্বাস্থ্যের জন্য পুনরায় ব্যবহারযোগ্য স্যানিটারি প্যাড এনেছি। আর এটিকে খুব সহজে পাবার জন্য পাবলিক প্লেস ও স্কুল-কলেজে ভেন্ডিং মেশিন স্থাপনের কর্মসূচি শুরু করেছি।
তিনি এই কর্মসূচিতে সকলের সহযোগিতা কামনা করেন। বিশেষ অতিথি সালেহা সারোয়ার বলেন, মেয়েরা যেন তার ব্যাগে একটি প্যাড স্বাচ্ছন্দ্যে সংরক্ষণ করতে পারে সব সময়ের জন্য সেজন্য সুন্দর প্যাকেজিংও গুরুত্বপূর্ণ। মাহফিদা ইসলাম পৃথিবীর উন্নত দেশসমূহের উদাহরণ দিয়ে বলেন- সবাই এখন পরিবেশ সচেতন। এমন মহতী উদ্যোগে সহযোগিতার জায়গা থাকলে তিনি যুক্ত হতে চান। আহমেদ তৌফিকুর রহমান বলেন, চর এলাকার নারীদের জন্য এটি হবে একটি ভালো উদ্যোগ। জুনায়েদ রহমান নারী স্বাস্থ্য নিয়ে আরও বিস্তারিত কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষ হয় নারীবান্ধব এই উদ্যোগে সকলের সম্মিলিত সহযোগিতার অঙ্গীকারের মধ্যদিয়ে।