ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

শিক্ষাঙ্গন

তালা ভেঙে অফিসে ঢুকলেন ভিসি

জাবি প্রতিনিধি

(৯ মাস আগে) ৮ জুন ২০২৩, বৃহস্পতিবার, ৫:৪৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:০৯ অপরাহ্ন

mzamin

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পোষ্যদের ভর্তির ক্ষেত্রে বিভাগীয় শর্ত বাতিল করাসহ ১৪ দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছেন কর্মচারীরা। তবে ভিসি অধ্যাপক মো. নূরুল আলম তালা ভেঙে অফিসে ঢুকেছেন বলে দাবি কর্মচারীদের।

বৃহস্পতিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে কর্মসূচি শুরু করেন তারা। পরে দুপুর ২টায় কর্মসূচি শেষ করেন কর্মচারীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বিপ্লব খান টিপু বলেন, প্রশাসনের কাছে অনেক আগে থেকেই দাবিগুলো জানিয়েছি। প্রশাসন আশ্বস্ত করছিলো পরের সিন্ডিকেট সভায় দাবি মেনে নেয়া হবে। তবে দীর্ঘসময় অতিবাহিত হলেও প্রশাসন দাবি মেনে নেয়নি। আমরা বাধ্য হয়ে কর্মসূচি দিয়েছি, তবুও ভিসি আমাদের সঙ্গে আলোচনায় বসেননি। অথচ তিনি তালা ভেঙে অফিসে ঢুকেছেন।

কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ আ. রহিম বলেন, আমরা মনে করি, বর্তমান প্রশাসনের পেছনে আরেকটি প্রশাসন আছে, যার কয়েকজন ব্যক্তি ভিসিকে চালাচ্ছেন। তারা ভিসিকে আমাদের দাবি মানতে দিচ্ছে না। তবে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে চাই না। কিন্তু দাবি না মানলে আমাদের কিছু করার থাকবে না।

বিজ্ঞাপন
যদি রোববারের মধ্যে প্রশাসন কোনো সিদ্ধান্ত না জানায় তবে আমরা আরও বড় পরিসরে আন্দোলন শুরু করবো। যতক্ষণ পর্যন্ত দাবি মেনে না নিবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবেই।

এ বিষয়ে ভিসিসহ প্রশাসনের কেউই কথা বলতে রাজি হননি। এর আগে, গত বুধবার সকাল পৌনে ৯টার দিকে ১৪ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন অবরোধ করে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু করেন কর্মচারীরা।

শিক্ষাঙ্গন থেকে আরও পড়ুন

আরও খবর

   

শিক্ষাঙ্গন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status