খেলা
মেসির ‘অভিষেক ম্যাচে’র টিকিটের দাম বাড়লো ১০৩৪ শতাংশ
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ৮ জুন ২০২৩, বৃহস্পতিবার, ৩:২১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:১৮ পূর্বাহ্ন

২০২১ সালে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দেন লিওনেল মেসি। সেসময় প্যারিসে আর্জেন্টাইন সুপারস্টারের ৩০ নম্বর জার্সি স্টকআউট হয়ে গিয়েছিল। দুই বছরের ব্যবধানে ‘মেসি ইফেক্ট’ টের পাচ্ছে মেজর লীগ সকারের (এমএলএস) দর্শকরা। সাতটি ব্যালন ডি’অরের মালিক ইন্টার মিয়ামিতে যোগ দেয়ায় দলটির হয়ে তার সম্ভাব্য অভিষেক ম্যাচের টিকিটের দাম বেড়েছে ১০৩৪ শতাংশ!
আগামী ৩০শে জুন পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে লিওনেল মেসির। ১লা জুলাই থেকে ইন্টার মিয়ামির খেলোয়াড় তিনি। আগামী ২১শে জুলাই মেজর লীগ সকারে মেসির অভিষেক হওয়ার কথা রয়েছে। সেই ম্যাচে ঘরের মাঠে ক্রুজ আজুলের বিপক্ষে খেলবে ইন্টার মিয়ামি। মঙ্গলবার পর্যন্ত সেই ম্যাচের টিকিটের দাম ছিল ২৯ ডলার। বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার ১৩৩ টাকা। নিউইয়র্কের টিকিটের অনলাইন বাজার নিয়ন্ত্রণকারী প্ল্যাটফর্ম টিকপিক জানিয়েছে, বুধবার মেসির ইন্টার মিয়ামিতে যোগ দেয়ার ঘোষণায় দাম হয়েছে ৩২৯ ডলার। বাংলাদেশি মুদ্রায় যায় ৩৫ হাজার ৫৪৪ টাকা।
অনলাইন বাজার নিয়ন্ত্রণকারী প্ল্যাটফর্ম টিকপিকের ব্র্যান্ড ম্যানেজার কাইল জর্ন রয়টার্সকে বলেন, ‘মেসির মুখ থেকে ইন্টার মিয়ামিতে যোগ দেয়ার কথাটা শোনার পর থেকেই এই দলের ম্যাচের টিকিটের দাম তাৎক্ষণিকভাবে লাফিয়ে বাড়ছে। তর্কসাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলার মেসি যতবার মিয়ামির হয়ে খেলবে আমরা ততবারই নতুন টিকিট বিক্রির রেকর্ড গড়ব।’
মেজর লীগ সকারে লিওনেল মেসির সম্ভাব্য অভিষেক ম্যাচের সময় এক মাসেরও বেশি বাকি। তাই বাকি দিনগুলোতে টিকিটের দাম আরও বৃদ্ধি পেলে অবাক হওয়ার কিছু নেই। ইন্টার মিয়ামির ম্যাচে টিকিটের মূল্য সর্বোচ্চ ১২৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছিল গত বছরের আগস্টে। সেই ম্যাচে নিউইয়র্ক রেড বুলসের মুখোমুখি হয়েছিল ডেভিড বেকহ্যামের ক্লাব।