কলকাতা কথকতা
মোদির জন্য বাংলার আম পাঠালেন মমতা
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৮ জুন ২০২৩, বৃহস্পতিবার, ১২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:২৩ অপরাহ্ন

রাজনৈতিক সম্পর্ক যতই তিক্ত হোক, ১০০ দিনের কাজের টাকা নিয়ে যতই মতপার্থক্য থাক- রাজনৈতিক সৌজন্যের কোনো অভাব থাকলো না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাড়িতে পৌঁছে গেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পাঠানো আমের টুকরি। প্রধানমন্ত্রীর জন্যে চার রকমের আম পাঠিয়েছেন মমতা- ল্যাংড়া, ফজলি, লক্ষণভোগ আর হিমসাগর। শুধু প্রধানমন্ত্রীকে নয়, মমতার উপহার আমের টুকরি পেয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ও প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর। ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে মমতা এই আমের টুকরি দিল্লি পাঠাচ্ছেন উপহার হিসেবে। আম বাংলার নিজস্ব ফল। সেই তাগিদ থেকেই এই উপহার।