খেলা
আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি বার্সেলোনা, বিরক্ত মেসি
স্পোর্টস ডেস্ক
(৩ মাস আগে) ৭ জুন ২০২৩, বুধবার, ৫:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:২৪ অপরাহ্ন

লিওনেল মেসি ও বার্সেলোনার পুনর্মিলন হতে চলেছে? আর্জেন্টাইন সুপারস্টার প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছাড়ায় সেই সম্ভাবনা বেড়েছে। তবে মেসিকে ভেড়াতে বছর ব্যাপী তোড়জোড় চালানো বার্সা নাকি এখনো আনুষ্ঠানিক প্রস্তাবই দেয়নি। এতে বিরক্ত সাতটি ব্যালন ডি’অরের মালিক।
স্প্যানিশ গণমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’ জানিয়েছে, মেসিকে ভেড়াতে লা লিগা কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে বার্সেলোনা। এরপর মঙ্গলবার মেসির ন্যু-ক্যাম্পে প্রত্যাবর্তন নিয়ে বার্সা সভাপতি হুয়ান লাপোর্তার বাড়িতে আধঘণ্টার একটি বৈঠক করেন আর্জেন্টাইন সুপারস্টারের বাবা ও এজেন্ট হোর্হে মেসি। সেই বৈঠক শেষে গণমাধ্যমকে মেসির পিতা বলেছেন, মেসি বার্সেলোনার ব্যাপারে খানিকটা বিরক্ত। বার্সার কাছ থেকে দ্রুতই সিদ্ধান্ত চান তিনি। হোর্হে মেসি বলেন, ‘পুরো বিষয়টিই যথেষ্ট জটিল, এটা নির্ভর করছে অনেক ইস্যুর ওপর। মেসি বর্তমান ঘটনাপ্রবাহে বার্সেলোনার ওপর খানিকটা বিরক্ত।’
স্প্যানিশ গণমাধ্যমগুলো জানিয়েছে, মূলত আর্থিক টানাপোড়েনের কারণেই এখনো মেসিকে আনুষ্ঠানিক প্রস্তাব দিতে পারেনি বার্সেলোনা। মেসিকে প্রস্তাব দেয়ার আগে কিছু সমস্যার সমাধান করতে হবে ব্লাউগ্রানাদের। বেশ কয়েকজন খেলোয়াড়কে ছেড়ে দিয়ে বাজেট তৈরি করতে হবে।
বার্সেলোনা অক্ষমতা প্রকাশ করলেও নতুন ঠিকানা খুঁজতে মেসিকে বেগ পেতে হবে না।