শিক্ষাঙ্গন
রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ২৬.৬২ শতাংশ
রাবি প্রতিনিধি
(১ বছর আগে) ৭ জুন ২০২৩, বুধবার, ৯:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:০৯ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ রোল ইনপুট দিয়ে ফলাফল জানতে পারবে।
মঙ্গলবার (৬ জুন) রাত সাড়ে ৯টায় 'এ' ইউনিটের সমন্বয়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘এ’ ইউনিটে ২৬ দশমিক ৬২ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে গ্রুপ-১-এ পাসের হার ৩১ দশমিক ৯৬ শতাংশ ও সর্বোচ্চ নম্বর ৮০ দশমিক ২৫। গ্রুপ-২-এ পাসের হার ২৭ দশমিক ৫৪ শতাংশ ও সর্বোচ্চ নম্বর ৮০ দশমিক ৫০। গ্রুপ-৩-এ পাসের হার ২৩ দশমিক ১৮ ও সর্বোচ্চ নম্বর ৭৩ দশমিক ৫০। গ্রুপ-৪-এ পাসের হার ২৩ দশমিক ৮০ শতাংশ এবং সর্বোচ্চ নম্বর ৭৬।
এবার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৬২ হাজার ৪৭০ জন শিক্ষার্থী। এতে পাশ করেছে ১৬ হাজার ৬২৮ জন শিক্ষার্থী। গড় পাশের হার ২৬ দশমিক ৬২ শতাংশ।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল www.admission.ru.ac.bd থেকে দেখা যাবে।