কলকাতা কথকতা
করমন্ডল ট্রেন দুর্ঘটনা
আহতদের দেখতে হাসপাতালে মমতা
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৬ জুন ২০২৩, মঙ্গলবার, ৬:২৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৩ পূর্বাহ্ন

মঙ্গলবার দুপুরে হঠাৎই হেলিকপ্টারে উড়ে কটক মেডিক্যাল কলেজে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এই হাসপাতালে করমন্ডল দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তারা ভর্তি আছেন। মমতা তাদের কুশলবার্তা নেন। চিকৎসকদের সঙ্গে কথা বলেন। পরে হাসপাতালের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানান, বাংলার ১০৩ জন নিহত হয়েছেন এই দুর্ঘটনায়। ৩১ জনের এখনও খোঁজ মেলেনি।
ভুবনেস্বর মর্গে বেশ কিছু বেওয়ারিশ লাশ রয়েছে। মমতার ধারণা, মৃতের সংখ্যা আরও বাড়বে। ইতিমধ্যে ভুবনেস্বর এইমসে স্বজন হারা মানুষদের ভিড় জমে গেছে। ভিডিওর মাধ্যমে এই সব মানুষকে শব দেহ দেখানো হচ্ছে। কিছু মৃতদেহ এতটাই বিকৃত হয়ে গেছে যে চেনা যাচ্ছে না। সব হারানো মানুষগুলির এখন ঠিকানা এইমস-এর সামনের খোলা চত্বর। মাঝে মাঝে কোনও লাশ শনাক্ত হলে ভেসে আসছে ডুকরে কান্না।