কলকাতা কথকতা
করমন্ডল দুর্ঘটনায় মৃত্যুমিছিল, বিজেপি - তৃণমূল কাজিয়া চলছেই!
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৫ জুন ২০২৩, সোমবার, ১১:১০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৫৯ অপরাহ্ন
করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতের সংখ্যা প্রায় তিনশ। আর সেই মৃতদেহের স্তুপের ওপর বসে বিজেপি বনাম তৃণমূল কংগ্রেসের কাজিয়া অব্যাহত। কারা মারা গেলেন, কে বেঁচে রইলেন তার তোয়াক্কা না করেই বিজেপি আর তৃণমূল কংগ্রেস মর্মান্তিক এই ঘটনা থেকে রাজনৈতিক মাইলেজ নেওয়ার চেষ্টায় নিয়োজিত। সোমবার সন্ধ্যায় একটি সাংবাদিক সম্মেলন করে বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, এই দুর্ঘটনা তৃণমূল কংগ্রেসের সৃষ্টি। মোদি সরকারকে বদনাম করার অপপ্রয়াস। তিনি কুনাল ঘোষ প্রকাশিত অডিও ক্লিপের সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন। বলেন, বিজেপি সরকারকে বদনাম করার জন্য এটা ম্যানুফ্যাকচার্ড অডিও। সিবিআই তদন্তে তৃণমূলের এত ভয় কেন? আসল সত্যটা বেরিয়ে যাওয়ার ভয়। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ বলেছেন, সত্যকে ধামাচাপা দেওয়ার জন্য সিবিআই তদন্তের ভেক। সবাই জানে করমন্ডল দুর্ঘটনার নেপথ্যে কে বা কারা। বাংলার মানুষের শব দেহের ওপরে বিজেপির গাড়ি চালানোর চেষ্টা। সব কিছু ফাঁস হতেই বিজেপির এই অপপ্রয়াস ধামাচাপা দিতে নকল তদন্ত। শুভেন্দু অধিকারীর বক্তব্য অনেকটা ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাইনি গোছের। হাস্যকর। বিজেপি কিংবা তৃণমূল সম্ভবত ভুলে গেছে যে প্রায় তিনশ মানুষের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। বিজেপি - তৃণমূল এর এই কাজিয়া শুধু হাস্যকর নয়, মানবতাবোধ বর্জিতও বটে!