ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

নাকাল

স্টাফ রিপোর্টার
৬ জুন ২০২৩, মঙ্গলবার
mzamin

নানামুখী সংকটে মানুষ। উচ্চ মূল্যস্ফীতিতে জেরবার জীবন। অস্বাভাবিক দাবদাহে দুঃসহ সময়ে লোডশেডিং যন্ত্রণায় নির্ঘুম রাত কাটছে অনেকের। গরমের কারণে ছেদ পড়ছে কোমলমতিদের শিক্ষা কার্যক্রমে। রাজধানীর বাসিন্দাদের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। নানা সংকটের মধ্যে নাগরিকদের এখন বেশি ভোগাচ্ছে তীব্র গরম আর অসহনীয় লোডশেডিং। টানা তাপদাহের কারণে পরিস্থিতি উন্নতির কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। উল্টো দুঃসংবাদ হয়ে এসেছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার খবর। 

গতকাল ওই কেন্দ্রের সর্বশেষ ইউনিটটি বন্ধ হয়ে যাওয়ায় এখান থেকে এখন আর বিদ্যুৎ সরবরাহ আসবে না জাতীয় গ্রিডে। এ কেন্দ্রটি থেকে এক হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ আসতো জাতীয় গ্রিডে। কয়লা আমদানির অর্থ পরিশোধ করতে না পারায় কেন্দ্রটি বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বিজ্ঞাপন
চলতি মাসের শেষের দিকে এটি আবার চালু হতে পারে। কেন্দ্রটি বন্ধ হওয়ায় চলমান লোডশেডিং পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গরম লোডশেডিংয়ের এই দুরবস্থার মধ্যে গতকাল উচ্চ মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেছে সরকারি সংস্থা পরিসংখ্যান ব্যুরো। 

সংস্থাটির তথ্য মতে গত এক যুগের মধ্যে গত মে মাসে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছে এটি প্রায় দুই অঙ্কের ঘরের কাছাকাছি। দ্রব্যমূল্য নিয়ে অনেক জেরবার অবস্থায় আছে মানুষ। নিত্যপণ্যের দাম বাড়ছে অব্যাহতভাবে। যুদ্ধ আর করোনার কারণে দাম বাড়ার কথা বলা হলেও অব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণহীনতাকে দুষছেন অনেকে। এমন অবস্থায় বিসিএসের তথ্য মানুষের দুরবস্থার চিত্রই তুলে ধরেছে। গ্যাস এবং বিদ্যুৎ সংকটের কারণে বেশ কিছুদিন ধরেই ধুঁকছে শিল্প খাত। উৎপাদন ব্যাহত হচ্ছে। নতুন করে লোডশেডিং বাড়ায় এখন পরিস্থিতি আরও খারাপ হয়েছে। উদ্যোক্তারা বলছেন, গ্যাস এবং বিদ্যুৎ সংকটের কারণে উৎপাদন ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কম হচ্ছে। এতে স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানিতেও প্রভাব পড়তে পারে। বাণিজ্যে বড় সমস্যা হয়ে উঠেছে ডলার সংকট। এই সংকটের কারণে অনেকে এলসি খুলতে পারছেন না। এই ডলার সংকটের কারণে জ¦ালানি আমদানিও বিঘ্নিত হচ্ছে। 

কয়লার অভাবে বন্ধ পায়রার উৎপাদন: দেশের সবচেয়ে বড় পায়রা বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেছে। গতকাল দুপুর ১২টার দিকে বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। পায়রা বিদ্যুৎকেন্দ্রের মালিক বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এ এম খুরশেদুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ২৫শে মে পায়রা বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এই কেন্দ্র থেকে ১ হাজার ২৪৪ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেতো।

অন্যদিকে, পায়রা বিদ্যুৎকেন্দ্র বন্ধ হওয়ায় দেশের চলমান লোডশেডিং পরিস্থিতির আরও অবনতি হয়েছে। খোদ রাজধানীতেই দফায় দফায় লোডশেডিং হচ্ছে। দেশজুড়ে জ্যৈষ্ঠের প্রচণ্ড দাবদাহে বিদ্যুতের যাওয়া-আসা মানুষের জীবনযাপনকে দুর্বিষহ করে তুলেছে। দেশে এখন বিদ্যুতের সর্বোচ্চ দৈনিক চাহিদা ১৫ হাজার মেগাওয়াটের কিছু বেশি। তবে প্রতিদিন সরবরাহ হচ্ছে ১১ থেকে সাড়ে ১১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ। সরকার বলছে, ডলার সংকটে তেল ও গ্যাস আমদানি ব্যাহত হচ্ছে। তাই চাহিদা অনুসারে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। সরকারি তথ্য অনুযায়ী, দেশে এখন বিদ্যুতের চাহিদা দৈনিক সাড়ে ১৫ হাজার মেগাওয়াট। তবে খাত-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই চাহিদা ১৭ হাজার মেগাওয়াটে পৌঁছেছে। গত রোববার দুপুর ১২টায় সাড়ে ৩ হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং হওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা।

 খাতসংশ্লিষ্টরা জানান, বিদ্যুতে বর্তমানে ১২০ কোটি ঘনফুট গ্যাস দেয়া হচ্ছে, যা নিকট অতীতের মধ্যে সর্বোচ্চ। তার পরও পরিস্থিতি সামলাতে পারছে না সরকার। কারণ কয়লাভিত্তিক রামপাল, পায়রা ও বরিশাল বিদ্যুৎকেন্দ্র এবং বেসরকারি তেলভিত্তিক বিদ্যুকেন্দ্রগুলো জ্বালানি সংকটে উৎপাদন কমিয়ে দিয়েছে। গত শনিবার প্রায় ৪ হাজার ৪৩৫ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হয়েছে। আর কেন্দ্র মেরামত ও সংরক্ষণের জন্য ৩ হাজার ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়নি। দেশের সবচেয়ে বেশি এলাকায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) চাহিদার ৪০ শতাংশ বিদ্যুৎ কম পাচ্ছে। খোদ ঢাকাতে দিনরাত সবসময় লোডশেডিং হচ্ছে। গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ না থাকার অভিযোগ পাওয়া গেছে।

নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম গণমাধ্যমকে বলেন, লোডশেডিংয়ের কারণে কারখানা চালানোই মুশকিল হয়ে গেছে। ডিজেল খরচ বেড়ে গেছে। এর পরও যদি আমাদের জানা থাকতো, কখন বিদ্যুৎ যাবে, কখন আসবে তাহলে সে অনুসারে শ্রমিকদের কাজে লাগানো যেতো। এখন তো লোডশেডিংয়ের কোনো শিডিউল নেই। দেশে লোডশেডিং পরিস্থিতি যে অসহনীয় হয়ে উঠেছে, তা খোদ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদও স্বীকার করেছেন। তবে আগামী দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। 

এক যুগের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে দেশে চলতি অর্থবছরের মে মাসে সামগ্রিক মূল্যস্ফীতি গড়ে ৯ দশমিক ৯৪ শতাংশ দাঁড়িয়েছে, যা প্রায় এক যুগের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১২ সালের মার্চে ১০ দশমিক ১০ শতাংশ মূল্যস্ফীতি হয়েছিল। এরপর আর কখনো মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে যায়নি। পরের মাসে মূল্যস্ফীতি ৯ দশমিক ৯৩ শতাংশে নেমে আসে। গতকাল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেয়া ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) হালনাগাদ তথ্যে এমনটা জানা গেছে। 

বিবিএসের প্রকাশিত তথ্যে বলা হয়েছে, গত মে মাসে দেশে সামগ্রিক মূল্যস্ফীতি গড়ে ৯ দশমিক ৯৪ শতাংশ দাঁড়িয়েছে, আগের মাস এপ্রিলে মূল্যস্ফীতির এই হার ছিল ৯ দশমিক ২৪ শতাংশ। এদিকে মে মাসে খাদ্য মূল্যস্ফীতির হার ৯ দশমিক ২৪ শতাংশ হয়েছে। এপ্রিল মাসে যা ছিল ৮ দশমিক ৮৪ শতাংশ। চাল, ডাল, তেল, লবণ, মাছ, মাংস, সবজি, মসলা ও তামাকজাতীয় পণ্যের দাম বাড়ায় খাদ্যে মূল্যস্ফীতির হার বেড়েছে বলে জানিয়েছে বিবিএস। অন্যদিকে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। এপ্রিলে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৭২ শতাংশ। বাড়ি ভাড়া, আসবাবপত্র, গৃহস্থালি, চিকিৎসাসেবা, পরিবহন ও শিক্ষা উপকরণের দাম বেড়ে যাওয়ার কারণে এই খাতে মূল্যস্ফীতি বেড়েছে। ওদিকে গ্রামের চেয়ে শহরের সার্বিক মূল্যস্ফীতি বেশি। গ্রামে এখন মূল্যস্ফীতি ৯ দশমিক ৮৫ শতাংশ, আর শহরে এই হার ৯ দশমিক ৯৭ শতাংশ।

গত মে মাসে ৯ দশমিক ৯৪ শতাংশ মূল্যস্ফীতি হওয়ার মানে হলো, ২০২২ সালের মে মাসে একজন মানুষ যে পণ্য ১০০ টাকায় কিনতেন, চলতি বছরের মে মাসে একই পণ্য কিনতে তার খরচ হয়েছে ১০৯ টাকা ৯৪ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে খরচ বেড়েছে ৯ টাকা ৯৪ পয়সা। 

এক বছর ধরেই দেশের মূল্যস্ফীতি বাড়ছে। সাড়ে ৭ শতাংশ মূল্যস্ফীতি নিয়ে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাই শুরু হয়। ইউক্রেন যুদ্ধ এবং ডলারের দাম বৃদ্ধির কারণে আমদানি পণ্যের দাম বাড়তে থাকায় মূল্যস্ফীতি বাড়ে। গত বছরের আগস্টে জ্বালানি তেলের রেকর্ড দাম বাড়ানোর ফলে মূল্যস্ফীতি এক লাফে ৯ দশমিক ৫২ শতাংশ উঠে যায়। এরপর টানা পাঁচ মাস ধরে মূল্যস্ফীতি কমে। তবে তা কোনো মাসেই সাড়ে ৮ শতাংশের নিচে নামেনি। গত তিন মাস ধরেই মূল্যস্ফীতি বৃদ্ধির ধারায় রয়েছে।

প্রথম পাতা থেকে আরও পড়ুন

   

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status