বাংলারজমিন
সোনাইমুড়ীতে মাদ্রাসাছাত্রী অপহরণ
সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
৬ জুন ২০২৩, মঙ্গলবার
সোনাইমুড়ীর রাজিবপুর নূরানী তালিমুল ইসলাম দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বারগাঁও ইউপির রাজিবপুর মাদ্রাসার সামনের পাকা রাস্তা থেকে সিএনজিযোগে তাকে অপহরণ করা হয়। এ ঘটনায় অপহৃতার মা জেসমিন আক্তার বাদী হয়ে সোনাইমুড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অপহৃতার পরিবার ও অভিযোগে জানা গেছে, উপজেলার রাজিবপুর নূরানী তালিমুল ইসলাম দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী নাবিলা সুলতানা নদী (১২) কে মাদ্রাসায় আসা-যাওয়ার পথে ও তার বাড়ির আশপাশে দীর্ঘদিন ধরে একই গ্রামের মো. হানিফের ছেলে মো. ইউসুফ (১৯) প্রেম নিবেদনসহ উত্ত্যক্ত করে আসছে।
গত ৩রা জুন সকাল সাড়ে ৮টায় মাদ্রাসার সামনের পাকা রাস্তায় পৌঁছালে নদীকে একা পেয়ে ওত পেতে থাকা বখাটে ইউসুফ ও তার সহযোগী মকিল্লা গ্রামের মো. শাহজাহানের ছেলে মো. সাকিলসহ কয়েকজন জোরপূর্বক তার মুখ চেপে ধরে অজ্ঞাতনামা সিএনজিযোগে দক্ষিণে ভোরের বাজারের দিকে নিয়ে যায়। এ সময় তার চিৎকারে নুরজাহান আক্তার নয়নসহ আশপাশের লোকজন সিএনজির পিছনে পিছনে দৌড়ে আটকের চেষ্টা করে ব্যর্থ হয়। নয়ন এসে অপহৃতার মাকে বিষয়টি জানালে তার মা ও বাবা ঘটনাস্থলে এসে আশপাশের লোকজনের কাছ থেকে বিস্তারিত শুনে মেয়েকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে অপহৃতার মা বাদী হয়ে সোনাইমুড়ী থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করেন। সোনাইমুড়ী থানার তদন্তকারী কর্মকর্তা (এস আই) আমিরুল ইসলাম জানান, ছাত্রীকে অপহরণের অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখবো বিষয়টি অপহরণ নাকি প্রেম ঘটিত।