ঢাকা, ১২ মে ২০২৫, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

নরসিংদীতে বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন

নরসিংদী প্রতিনিধি
৬ জুন ২০২৩, মঙ্গলবার
mzamin

‘প্লাস্টিক দূষণ সমাধানে, শামিল হই সকলে’ এই প্রতিপাদ্য নিয়ে নরসিংদীতে উদ্যাপিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষে গতকাল সকালে জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান এর নেতৃত্বে জেলা প্রশাসন চত্বর প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলখানা মোড়ে গিয়ে শেষ হয়। পরে জেলা শিশু একাডেমি প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নরসিংদী পরিবেশ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। 

নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মো. নাজমুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম,  অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সামসুল আরেফিন, নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার  আসমা সুলতানা নাসরি,  নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর শাহ, ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী সাইদুর রহমান, নরসিংদী চেম্বার অব কমার্সের   সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও  জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামিম নেওয়াজ, নরসিংদী চেম্বার অব কমার্সের পরিচালক আনিসুর রহমান ভূঁইয়, পরিচালক জাকির হোসেন, সাংবাদিক জয়নাল আবদীন, নরসিংদী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মনচুর মোল্লা, নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ নাজমুল হুদা, উপ-পরিচালক সমর দাস, উপ-পরিচালক প্রশান্ত কুমার রায়, উপ-পরিচালক শাহাদত হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবৃত্তিকার আলতাফ হোসেন। পরে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও গাছের চারা বিতরণ করা হয়।  

 

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status