বাংলারজমিন
মিরসরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বসতঘর পুড়ে ছাই
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
৬ জুন ২০২৩, মঙ্গলবারচট্টগ্রামের মিরসরাইয়ে চুলার আগুনে পুড়ে গেছে ১৭ পরিবারের ঘরবাড়ি। গত রোববার দিবাগত রাত ২টার দিকে মিরসরাই উপজেলার ১০নং মিঠানালা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব মলিয়াইশ গ্রামের সওদাগরের বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে। মিরসরাই ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও স্থানীয়দের প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো- মো. সবুজ, মো. হারুন, মো. সাইফউদ্দিন, জামসেদ আলম মোবারক, মো. সেলিম, মো. নজরুল, মো. ফখরুল, মো. মামুন, মো. রনি, রিফাত হোসেন, মো. নাছির, মো. আলাউদ্দিন, সাইফুল ইসলাম, নুরের ছাপা, নুর ইসলাম, ওলি আহম্মদ ও আবদুল খালেক।
১০নং মিঠানালা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার আজিম উদ্দিন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি আমি চেয়ারম্যান এডভোটে আবুল খায়ের সাহেবকে জানিয়েছে পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী। তিনি বলেন, খবর পেয়ে আমাদের দুটি ইউনিট গিয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। অসচেতনতা এবং তীব্র তাপদাহের কারণে অনেকেই রাতে রান্না করেন। এতে করে একের পর এক অগ্নিকাণ্ড ঘটছে।