বাংলারজমিন
বিয়ানীবাজার থেকে নিখোঁজের ৯ দিন পর পাওয়া গেল প্রতিবন্ধীর লাশ
বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
৬ জুন ২০২৩, মঙ্গলবারবিয়ানীবাজার উপজেলার আঙ্গারজুর গ্রামের বুদ্ধিপ্রতিবন্ধী এমদাদ হোসেন টিপুর লাশের সন্ধান পাওয়া গেছে। ৯ দিন পর গতকাল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার লাশ পাওয়া যায়। জানা যায়, ২৭ বছর বয়সী এই যুবক গত ২৭শে মে দুপুর থেকে নিখোঁজ ছিলেন। আত্মীয়-স্বজনের বাড়িসহ অনেক জায়গায় খুঁজেও তার সন্ধান মিলেনি। পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহ পাওয়া যায়।
এর আগে ভারসাম্যহীন অবস্থায় তাকে মাটিতে পড়া অবস্থায় দেখতে পেয়ে সেখানকার এক ব্যক্তি তাকে হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়। টিপুর ভাই জুয়েল আহমদ বলেন, নিখোঁজ টিপুর লাশ পাওয়া গেছে। আমরা এখন তার লাশ বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করছি। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, ময়মনসিংহ পুলিশের সঙ্গে কথা হয়েছে। তারা বিষয়টি নিয়ে তদন্ত করবে। আমরা এই ঘটনার তদন্ত করছি।