বাংলারজমিন
নলছিটিতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
৬ জুন ২০২৩, মঙ্গলবার
নলছিটিতে দিনব্যাপী দুর্নীতিবিরোধী মাধ্যমিক স্কুল বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল নলছিটি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে নলছিটি বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির বিস্তারের প্রধান কারণ’-এ বিষয় নিয়ে বিতর্কে বিজয়ী হয় পক্ষ দল নলছিটি সরকারি মার্চেন্ট বিদ্যালয় ও রানার্স আপ হয় বিপক্ষ দল নলছিটি বালিকা বিদ্যালয়।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান, নলছিটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জলিলুর রহমান , প্রেস ক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কান্তি দাস। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মোস্তফা কামাল, সিনিয়র সহ-সভাপতি একরামুল করিম মিঠু, সাধারণ সম্পাদক সামছুল আলম বাহার, মনিরুজ্জামান মনির, সদস্য কায়কোবাদ তুফান প্রমুখ। উল্লেখ্য, এই বিতর্ক প্রতিযোগিতায় নলছিটি উপজেলার মোট ২টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।