বাংলারজমিন
কমলনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
৬ জুন ২০২৩, মঙ্গলবারলক্ষ্মীপুরের কমলনগরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. ফারভেজ (১৬) নামে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সকালে উপজেলার চরফলকন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লোকমানের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই বাড়ির লোকমানের ছেলে। এর আগে রোববার রাতে ভিকটিমের মা বাদী হয়ে এ মামলা করেন। মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম হাজীরহাট ইউনিয়নের তোয়াহাস্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯বম শ্রেণির ছাত্রী। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে কিশোর ফারভেজ বিভিন্ন সময় উত্ত্যক্ত করতো। তাদের উভয়ের বাড়ি পাশাপাশি হওয়ায় ওই ছেলে মেয়েদের বাড়িতে আসা-যাওয়ার একপর্যায়ে তাদের মধ্যে প্রমের সম্পর্ক গড়ে ওঠে। রোববার সকালে ওই স্কুলছাত্রীর মা স্থানীয় হাজিরহাট বাজারে ডাক্তার দেখাতে যায়। এর সুবাদে ফারভেজ ওদের ঘরে ঢুকে জোরপূর্বক স্কুলছাত্রীকে ধর্ষণ করে। এতে বাড়ির লোকজন দেখে ফেললে সে পালিয়ে যায়। পরে ভিকটিমের মা রাতে কমলনগর থানায় মামলা করেন। কমলনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আব্দুল জলিল বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।