বাংলারজমিন
দোয়ারাবাজারে সক্রিয় ট্রান্সফরমার চোর সিন্ডিকেট, এক মাসে ৭টি ট্রান্সফরমার চুরি
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
৬ জুন ২০২৩, মঙ্গলবার
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সক্রিয় হয়ে উঠেছে ট্রান্সফরমার চোর সিন্ডিকেট। একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনায় গ্রাহকরা চরম ভোগান্তি পোহাচ্ছেন। গত এক মাসে দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকার পল্লী বিদ্যুৎ সমিতির অন্তত ৭টি ট্রান্সফরমার চুরি হওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়াও গত কয়েক মাসে বালিউরা, চাইরগাঁওসহ পিডিপি’র অন্তত ৫টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে।
সম্প্রতি উপজেলা সদরের নৈনগাঁও গ্রামের অটো রাইস মিল মালিক বাবুল মিয়ার ১টি ও একই গ্রামের আব্দুর রহিম মনু মিয়ার ১টি আড়াইশ’ কেভির ট্রান্সফরমার চুরি হয়। সর্বশেষ উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল পাণ্ডারখাল মরা সুরমা নদীর তীরে মূত দিলকুশ আলীর পুত্র গ্রিস প্রবাসী ফয়েজ আলীর আরিফা অটোরাইস মিলে চুরির ঘটনা ঘটে। রাতের আঁধারে রাইস মিলের ৩টি ট্রান্সফরমার এবং একই রাতে পাণ্ডারগাঁও ইউনিয়নের মঙ্গলপুর বাজারের সমবায় সমিতির আরও ৩টি ট্রান্সফরমার চুরি হওয়ার ঘটনায় আবাসিক গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ট্রান্সফরমার চুরির ঘটনায় দোয়ারাবাজার থানায় একাধিক অভিযোগ দায়ের করা হলেও চোর সিন্ডিকেট রয়েছে ধরাছোঁয়ার বাইরে। অটোরাইস মিল মালিক বাবুল মিয়াসহ আরও অনেক অটো রাইস মিল মালিকরা জানান, ট্রান্সফরমার চুরির সঙ্গে বিদ্যুৎ অফিসে কাজ করা ইলেক্ট্রিশিয়ানদের যোগসাজশ আছে। ট্রান্সফরমার চুরি হওয়ার পর বিদ্যুৎ অফিসে মোটা অঙ্কের টাকা দিয়ে ট্রান্সফরমার ক্রয় করে আনতে হয়। এভাবে চলতে থাকলে আমরা নিঃস্ব হয়ে যাবো। দোহালিয়া ইউনিয়নের পানাইল গ্রামের আরিফা অটো রাইস মিলের কেয়ার টেকার ফারুক আহমদ বলেন, ৩১শে মে রাতে ৩টি ট্রান্সফরমার চুরি হয়ে যায়। চোরেরা রাইস মিলের বাইরের দরজায় তালাবদ্ধ করে ট্রান্সফরমার চুরির করে নিয়ে যায়। পরদিন রাইস মিল মালিক দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধর বলেন, কয়েকটি অভিযোগ পেয়েছি। আমরা ইতিপূর্বে ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত একটি সঙ্গবদ্ধ গ্যাংকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিলাম। ইদানিং ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়েছে। ট্রান্সফরমার নিরাপত্তার জন্য জনসচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি চক্র শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। পল্লী বিদ্যুৎ সমিতি লিমিটেড পবিস’র দোয়ারাবাজার উপজেলার এজিএম জাহিদুল ইসলাম বলেন, দোয়ারাবাজারে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির প্রাদুর্ভাব বেড়েছে। গত ২ মাসে উপজেলায় ১০/১২টি বিদ্যুতের ট্রান্সফরমার চুরি হয়েছে। ট্রান্সফরমারগুলোর বেশির ভাগ চুরি হচ্ছে উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন এলাকায়। ছাতক পিডিপি অফিসের উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান জানান, প্রত্যেকটি ট্রান্সফরমার জন্য আমরা জিডি করে রেখেছি।