বাংলারজমিন
মহাদেবপুরে ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত ৪
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
৬ জুন ২০২৩, মঙ্গলবারনওগাঁর মহাদেবপুরে আঞ্চলিক মহাসড়কে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। সোমবার দুপুরে মহাদেবপুর উপজেলার হাট-চকগৌরি এলাকায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিন জনের পরিচয় নিশ্চিত করেছেন মহাদেবপুর থানা পুলিশ। তারা হলেনÑ নওগাঁ সদর উপজেলার চকপাথুরিয়া গ্রামের গাজী সরদারের পুত্র সিএনজি অটোরিকশা চালক পাপ্পু সরদার (৫০), সিরাজগঞ্জ সদর উপজেলার খলিশাকুড়ি গ্রামের আব্দুস সালামের পুত্র নাজমুল ইসলাম (৩০) ও একই উপজেলার সাটিকাবাড়ী গ্রামের আব্দুল জব্বারের পুত্র তানভীর আহমেদ চৌধুরী (২৪)।
মহাদেবপুর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানা গেছে, সোমবার দুপুর দেড়টার দিকে মহাদেবপুর উপজেলার হাট-চকগৌরি বাজার এলাকায় নওগাঁগামী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্র্ষে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজন আরোহী নিহত হন এবং আহত দুজনকে উদ্ধার করে নওগাঁ হাসপাতালে নেয়া হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হতাহত সবাই অটোরিকশার যাত্রী। লাশগুলো ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।