বাংলারজমিন
তারাকান্দায় নির্বাচনী সহিংসতার ঘটনায় অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে মামলা
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
৬ জুন ২০২৩, মঙ্গলবারউপজেলা পরিষদ নির্বাচনে সহিংসতা ঘটনায় রোববার দিবাগত রাত ১১টার দিকে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এজাহার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ৯টায় উত্তর বাজার থেকে নৌকা সমর্থকদের একটি মিছিল দক্ষিণ বাজারে আসার সময় মার্কেটের সামনে ৪০-৫০ জন ঘোড়া প্রতীকের সমর্থকদের সঙ্গে তর্কাতর্কি হয়। এ সময় ককটেল জাতীয় বিস্ফোরণ ঘটায় এবং ৩টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। তখন দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়। আহতরা হলেনÑ ঘোড়া সমর্থক সোহেল (৩০) আবু রায়হান (২৮) আতউল্লাহ (২৮) হারুন মিয়া (২৫) কাঞ্চন মিয়া (২৫), হুমায়ুন (২৬) আক্রাম হোসেন (৬০) আজগর আলী (৩৫)। নৌকা প্রতীকে সমর্থক আবুল কালাম (৭০), সাইফুল ইসলাম পথচারী ইউনুস আলী (৪০) আব্দুল গফুর (৬০) আবুল কালাম (৩৫) ইব্রাহিম (৩৫) আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে গুরুতর ৫/৬ কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. নুরুজ্জামান সরকার বকুল মাস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে জানান, নৌকা সমর্থকরা মিছিলে করে তার নির্বাচনী কার্যালয়ে হামলা, গুলি, ককটেল, বিস্ফোরণ, মোটরসাইকেল অগ্নিসংযোগ ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে। এতে প্রায় ১৫ কর্মী-সমর্থক আহত হয়। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ এডভোকেট মো. ফজলুল হক জানান, ঘোড়া প্রতীকের সমর্থকদের সঙ্গে তর্কাতর্কির একপর্যায়ে নৌকা প্রতীকের সমর্থকদের হামলা করে। এতে উভয় পক্ষে কয়েকজন আহত হয়।