কলকাতা কথকতা
অভিষেককে প্রশ্ন শুভেন্দুর
আপনার পিসি কি ইস্তফা দিয়েছিলেন জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনার পর?
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৪ জুন ২০২৩, রবিবার, ৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৪১ অপরাহ্ন
করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় প্রায় ৩০০ যাত্রীর মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। এর পাল্টা জবাব দিয়েছেন বিজেপির বিধানসভার দলনেতা শুভেন্দু অধিকারী। বলেছেন, ২৮মে ২০১০ সালে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনার সময় আপনার পিসি অর্থাৎ মমতা বন্দোপাধ্যায় কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন। তিনি কি সেইসময় ইস্তফা দিয়েছিলেন? দুর্ঘটনার পর ৪৮ ঘন্টাও কাটেনি আর আপনি রেলমন্ত্রীর ইস্তফা চাই বলে চিৎকার করছেন?
অভিষেক বন্দোপাধ্যায় তার নব জোয়ারযাত্রা থেকে প্রায় ৩০০ মানুষের মৃত্যু সম্পর্কে সরব হচ্ছেন। মোদি সরকার যাত্রী নিরাপত্তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন বলে অভিষেকের অভিযোগ। শুভেন্দু বলেছেন, জ্ঞানেশ্বরী কাণ্ডেও ১৫০ জন মানুষের মৃত্যু হয়েছিল। মমতা নির্বিকার ছিলেন।
এদিকে দক্ষিণ-পূর্ব রেল এর চিফ সেফটি কমিশনার সোম ও মঙ্গলবার খড়্গপুরের একটি স্কুলে তদন্ত কমিশনের কাজ শুরু করছেন। প্রাথমিক তদন্তে রেল জানিয়েছে যে, সবুজ সিগন্যাল পাওয়া করমন্ডলের গতি খুব বেশি ছিলো না। একশ কিলোমিটার বেগে করমন্ডল ছুটে এসে আছড়ে পড়েছে মালগাড়ির ওপর বলে যে রটনা হয়েছে রেল-এর পক্ষ থেকে তা উড়িয়ে দেওয়া হয়েছে।
রবিবার দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে লাল, গোলাপি, সবুজ কালিতে লেখা একগুচ্ছ প্রেমপত্র। কে এই প্রেমপত্রগুলো লিখেছিলো, সেই প্রেমিক কিংবা প্রেমিকা এখন লাশকাটা ঘরে নিস্পন্দ শব কিনা তা জানা যায়নি।