শিক্ষাঙ্গন
ঢাবির মহসিন হলে 'অসমাপ্ত আত্মজীবনী'র উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিশ্ববিদ্যালয় রিপোর্টার
(৩ বছর আগে) ৩ জুন ২০২২, শুক্রবার, ৬:৪০ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় হাজী মুহম্মদ মহসিন হলে প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার (২ মে) রাতে হল প্রাঙ্গণেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা 'অসমাপ্ত আত্মজীবনী'র উপর ৩০ মার্কের এমসিকিউ আকারে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।কুইজটির সার্বিক তত্ত্বাবধানে ছিল ছাত্রলীগের হাজী মুহম্মদ মহসিন হল শাখা।
কুইজ উপলক্ষে মহসিন হল ছাত্রলীগের পক্ষ থেকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের মাঝে 'অসমাপ্ত আত্মজীবনী' বইটির প্রায় ১০০ কপি বই সরবরাহ করা হয়। কুইজ শেষে বিজয়ীদের মাঝে গতকাল রাতেই পুরস্কার তুলে দেওয়া হয়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহসিন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসেন।কুইজে সর্বোচ্চ নম্বর পেয়ে বিজয়ী হয়েছেন বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী জুবায়ের।সাংবাদিকতা বিভাগের রিপন হয়েছেন দ্বিতীয়।একই নম্বর পেয়ে যুগ্মভাবে তৃতীয় হয়েছেন লোকপ্রশাসন বিভাগের তামিম ও ভূগোলে বিভাগের শিক্ষার্থী শামসুল। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রথম বর্ষের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন বর্ষের শতাধিক আবাসিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী শেষে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন শিক্ষার্থীদের মাঝে অসমাপ্ত আত্মজীবনীর বইটির গুরুত্ব তুলে ধরে এর থেকে অর্জিত শিক্ষা কাজে লাগিয়ে নিজেদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।