ঢাকা, ৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, ১৮ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা

মুখ্যমন্ত্রী হলে ৬ মাসের মধ্যে সব বদলে দেওয়ার হুঙ্কার মিঠুন চক্রবর্তীর

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(৪ মাস আগে) ২ জুন ২০২৩, শুক্রবার, ৬:২৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৩০ অপরাহ্ন

mzamin

তিনি বলিউডের সুপার স্টার। বর্তমানে জি বাংলার মহাগুরু সঞ্চালক। বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী শুক্রবার দমদম বিমানবন্দর এ পা দিয়েই রাজ্যে তৃণমূল সরকারের তুলোধোনা করলেন। মিঠুনের বক্তব্য, বাংলায় কোনও সরকার নেই। তিনি মুখ্যমন্ত্রী হলে ৬ মাসে সব পাল্টে দেবেন এই কথা জানিয়ে মিঠুন বলেন, দুর্নীতি আর টাকা তোলা ছাড়া এই সরকারের কোনও কাজ নেই।

মুখ্যমন্ত্রী নিজেই দুর্নীতির সঙ্গে যুক্ত। তিনি মুখ্যমন্ত্রী হলে মূল ধরে টানবেন বলে মিঠুন জানান। মিঠুন কি সুকৌশলে জানিয়ে দিলেন রাজ্যে মুখ্যমন্ত্রী পদে তিনি দাবিদার? অনেকেই সেই কথা মনে করছেন। 

তৃণমূলের বক্তব্য, আরশোলার কখনও কখনও পাখি হওয়ার সাধ জাগে। মিঠুনের তাই হয়েছে। তৃণমূলের একটি মহলের বক্তব্য, নাকশাল থেকে সিপিএম হয়ে তৃণমূলের সংসদ সদস্য হয়েছিলেন মিঠুন। এখন আবার বিজেপি নেতা।

বিজ্ঞাপন
মিঠুনের বিশ্বাসযোগ্যতা তলানিতে তাই তিনি এই সব কথা বলছেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জুন মাসে বঙ্গ সফরে আসছেন। মিঠুনকে সেই মঞ্চে দেখা যাবে।

পাঠকের মতামত

এটা সিনেমায় সম্ভব, বাস্তবে নয় ।

কিরন ভৌমিক
২ জুন ২০২৩, শুক্রবার, ৯:৪৫ অপরাহ্ন

দেশ চালানো ইন্ডিয়ান আইডল চালানে এক নয়। যে নির্বাচন করলে জামানতের টাকা ফেরত পাবে না, তারই বড় বড় কথা বলে ।

Kazi
২ জুন ২০২৩, শুক্রবার, ৮:৫১ অপরাহ্ন

তের ঘাটের জল খাওয়া লোক। মুখ্যমন্ত্রী হওয়া এতই সোজা! সিনেমায় ডন হওয়া যায়, কয়েকঘণ্টার জন্য মন্ত্রী মুখ্যমন্ত্রী হওয়া যায়, কিন্তু বাস্তবে পঞ্চায়েত হওয়াও কঠিন।

অনিন্দ্য হক
২ জুন ২০২৩, শুক্রবার, ৫:২৫ অপরাহ্ন

একজন প্রগতিশীল, আধুনিক, বিজ্ঞানমনস্ক নায়ক হিসেবে মিঠুন চক্রবর্তীকে শ্রদ্ধা ও সম্মানের আসনে বসিয়েছিল এপার ওপার বাংলার জনসাধারণ। যেই মাত্র গেরুয়া শিবিরে যোগ দিয়ে কট্টর ধর্মান্ধ বিজেপির ছত্রছায়ায় রাজনীতিতে যোগ দিলেন ; তখনই তাকে মানুষ ঘৃণা করতে শুরু করেছে। একবার ভাবুন তো, পূর্ব বাংলার বা আজকের বাংলাদেশের সিনেমা জগতের কেউ কোনদিন ধর্মীয় কোন সংগঠনের যোগ দিবে অথচ পশ্চিম বাংলায় মিঠুন সেই কাজটি করলেন। আর তাতেই মিঠুন হয়ে গেলেন মহাগুরু থেকে মহা ভিলেন।

ATM Toha
২ জুন ২০২৩, শুক্রবার, ৮:৫৫ পূর্বাহ্ন

আপনি বিজেপির টিকেটে একজন এম এল এ হতে পারেননি আপনি আবার মুখ্যমন্ত্রী হতে আশা করেন কিভাবে

MD.ABDUL BAREK
২ জুন ২০২৩, শুক্রবার, ৭:১৬ পূর্বাহ্ন

কলকাতা কথকতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

সৌরভের আশ্চর্য রূপান্তর/ ছিলেন ক্রিকেটার, হয়ে গেলেন শিল্পপতি

দিল্লি হাইকোর্টের চাঞ্চল্যকর রায়/ বিয়ের পর যৌন সম্পর্কে লিপ্ত না হওয়াটা নিষ্ঠুরতার শামিল

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status