কলকাতা কথকতা
প্রেমের দুর্নিবার টান, কুমির-কামট ভরা কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশ থেকে ভারতে
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ বছর আগে) ৩ জুন ২০২২, শুক্রবার, ১২:১৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৬ অপরাহ্ন
প্রেমের দুর্নিবার টান বোধহয় একেই বলে! ২২ বছরের বাংলাদেশি গৃহবধূ কৃষ্ণা মন্ডল কুমির কামট ভরা কালিন্দী নদী সাঁতরে ভারতে চলে এলেন প্রেমিকের সঙ্গে জীবন কাটানোর উদ্দেশ্যে। ফেসবুকে আলাপ বাংলাদেশের শ্যামনগর এর বাসিন্দা পরিমল মন্ডল এর স্ত্রী কৃষ্ণার সঙ্গে কলকাতার নরেন্দ্রপুরের বাসিন্দা, বছর ছাব্বিশের অভীক মন্ডলের।
পরিচয় থেকে প্রেম। তারপর প্রেমের টানে কুমির আর কামট ভরা কালিন্দীতে ঝাঁপিয়ে পড়া। বৈধ পাসপোর্ট অথবা ভিসা নেই কৃষ্ণার। তাতে কি? আছে দুর্জয় সাহস আর প্রেমের টান। কালিন্দীর কালো জলে সে লাফিয়ে পড়ে আঠারো দিন বিজিবির চোখ এড়িয়ে কালিন্দীর পাশে বসে। কুমির দেখেছে কৃষ্ণা, দেখেছে কামট, কিন্তু পাশাপাশি দেখেছে প্রেমিকের কালো হরিণ চোখ। তারপর ঝাঁপিয়ে পড়েছে জলে। প্রাণসংশয় হতে পারতো, কিন্তু প্রেমের টান এতটাই বেশি ছিল যে জীবনের মায়া ত্যাগ করে ৬০ ফুট নদী সাঁতরে সে চলে আসে হিঙ্গলগঞ্জে।
তারপর অভীক এর এক বন্ধুর সহায়তায় গাড়িতে নরেন্দ্রপুরের রানিয়ায় অভীকদের বাড়িতে। কিন্তু, বিধি বাম। কৃষ্ণার স্বামী পরিমল এর ডায়েরির ভিত্তিতে কৃষ্ণা গ্রেপ্তার হয় কলকাতা পুলিশের হাতে ফরেনার্স এক্টে। এখন কৃষ্ণার ঠিকানা আলিপুর জেল। প্রেমিক প্রবর অভীক মন্ডল বেগতিক দেখে বাড়ি বন্ধ করে সপরিবারে চম্পট দিয়েছে । প্রেমের কি বিষম পরিণতি!