কলকাতা কথকতা
পশ্চিমবঙ্গে সাত জুন পর্যন্ত তাপপ্রবাহ চলবে
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ২ জুন ২০২৩, শুক্রবার, ১০:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:০৫ অপরাহ্ন

আগামী ৭ জুন পর্যন্ত কলকাতাসহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তীব্র তাপপ্রবাহ চলবে বলে সতর্ক করল আবহাওয়া দপ্তর। তবে, এপ্রিল মাসে যে তাপপ্রবাহ চলেছিল, এবারের তাপপ্রবাহের চরিত্রের সঙ্গে তার কিছুটা প্রভেদ আছে। এবারের গরম হওয়ার সঙ্গে জলীয় বাষ্প আছে, যা এপ্রিলে ছিলোনা। এই আবহাওয়ায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়তে পারে। আজ শুক্রবার আকাশ কালো করে দুটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হতে পারে কিন্তু বৃষ্টির ছিটেফোঁটাও দেখা মিলবে না বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।
দপ্তরের অধিকর্তা সঞ্জীব বন্দোপাধ্যায় স্বাক্ষরিত একটি বিবৃতিতে বলা হয়েছে, বেলা এগারোটা থেকে চারটের মধ্যে হিট রাশ এবং হিট স্ট্রোক এর সম্ভাবনা থেকে যাচ্ছে। শিশু, বৃদ্ধ এবং কো-মরবিডিটি থাকা মানুষজনকে যতটা সম্ভব বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে এই বার্তায়।
ডিহাইড্রেশন এড়াতে বাড়িতে তৈরি ওআরএস, লাসি, লেবুর জল প্রচুর পরিমানে পান করার পরামর্শ দেয়া হয়েছে। বার্তায় বলা হয়েছে, সুতির হালকা রঙের জামাকাপড় পরা বাঞ্চনীয়। এছাড়া বাইরে বেরোনোর সময় টুপি পরার কথা অথবা মাথা আচ্ছাদিত করার কথা বলা হয়েছে।
বৃষ্টি কবে আসতে পারে বা ধরিত্রী কবে একটু শীতল হতে পারে এই প্রশ্নের জবাবে সঞ্জীব বাবু জানান, সাত জুনের পর বর্ষা নামলে পরিস্থিতির একটু উন্নতি হতে পারে। কিন্তু, সাত জুনের পর বর্ষা নামার গ্যারান্টি কি? দ্য টেলিগ্রাফ পত্রিকার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আবহাওয়া সাংবাদিক জয়ন্ত বসু জানাচ্ছেন, কোনও গ্যারান্টি নেই। গ্লোবাল ওয়ার্মিং এর যে সতর্ক বার্তা ওয়ার্ল্ড ওয়েদার সামিট থেকে দেয়া হচ্ছিলো, তারই বাস্তব রূপ এগুলো।