কলকাতা কথকতা
সাক্ষী মালিকদের পাশে দাঁড়িয়ে মমতা
ব্রিজভূষণ গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এই অবস্থান চলবে
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ মাস আগে) ১ জুন ২০২৩, বৃহস্পতিবার, ৭:১২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:০৯ পূর্বাহ্ন

কুস্তিগিরদের সমর্থনে বুধবার ক্রীড়াবিদদের পদযাত্রায় শামিল হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি ময়দানে গোষ্ঠ পাল মূর্তির পাদদেশে ক্রীড়াবিদদের অবস্থান মঞ্চ থেকে গর্জে উঠলেন- আমরা সাক্ষী মালিক, বিনেশ ফগত, বজরং পুনিয়াদের পাশে আছি। যতদিন না ব্রিজভূষণ গ্রেপ্তার হবে, এই অবস্থান কলকাতায় চলবে। খেলাধুলার সঙ্গে সব মানুষকে এই অবস্থানে তিনি যোগ দিতে আহ্বান জানান। যারা খেলোয়াড় কিংবা কর্মকর্তা নন, তাদেরও কুস্তিগিরদের পাশে দাঁড়াতে অনুরোধ করেন।
মমতা বলেন, বিজেপি সরকারের এই অরাজকতা চলবে না। নারীর সম্ভ্রম লুন্ঠনকারী ব্রিজভূষণকে গ্রেপ্তার করতে হবে। তিনি বিজেপির সংসদ সদস্য বলে পার পেয়ে যাচ্ছেন। এই নন্দলাল সরকারকে আর ক্ষমতায় রাখা যায় না।
মমতা বুধবার পদযাত্রা শেষে এই অবস্থান কর্মসূচির ডাক দেন। সব স্তরের ক্রীড়াবিদ আর কর্মকর্তারা এই অবস্থানে অংশ নেন দুপুরের চাঁদিফাটা রোদ উপেক্ষা করে। সমাবেশে দিল্লি পুলিশের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন ওঠে।
এদিকে প্রচণ্ড গরমে সন্ধ্যায় ময়দানের গোষ্ঠ পাল মূর্তি থেকে গান্ধী মূর্তি পর্যন্ত মোমবাতি মিছিলে এক চিত্রসাংবাদিক অসুস্থ হয়ে পড়লে ক্রীড়াবিদদের এই মিছিল থেকে তাকে সঙ্গে সঙ্গে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মন্তব্য করুন
কলকাতা কথকতা থেকে আরও পড়ুন
কলকাতা কথকতা সর্বাধিক পঠিত
সৌরভের আশ্চর্য রূপান্তর/ ছিলেন ক্রিকেটার, হয়ে গেলেন শিল্পপতি
দিল্লি হাইকোর্টের চাঞ্চল্যকর রায়/ বিয়ের পর যৌন সম্পর্কে লিপ্ত না হওয়াটা নিষ্ঠুরতার শামিল

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]