বিশ্বজমিন
রাশিয়ার নাগরিকত্ব চান সেই টারা রিডি
মানবজমিন ডেস্ক
(৩ মাস আগে) ৩১ মে ২০২৩, বুধবার, ৫:০৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩০ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র থেকে রাশিয়া পাড়ি জমিয়েছেন টারা রিডি। সেখানে আশ্রয় প্রার্থনা করেছেন। এ নিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়ার সঙ্গে সংবাদ সম্মেলনে কথা বলেছেন। তা স্থায়ী হয় কয়েক ঘন্টা। তিনি সেই নারী, যিনি ২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় জো বাইডেনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন। বলেছিলেন, ১৯৯৩ সালে বাইডেন সিনেটর থাকা অবস্থায় তার অফিসে কাজ করতেন তিনি। এ সময়ই তাকে যৌন হয়রানি করেন তিনি। কিন্তু এই অভিযোগ জোর দিয়ে প্রত্যাখ্যান করেছেন বাইডেন। তার ওই সময়কার কোনো স্টাফও এ ঘটনায় সাক্ষ্য দিতে এগিয়ে আসেননি। কেউ বলেনও নি যে, বাইডেনের সিনেট অফিসে কোন রকম যৌন অসদাচারণ করা হয়েছে।
এ খবর দিয়েছে অনলাইন সিএনএন।
সংবাদ সম্মেলনে টারা রিডি বলেছেন, গত বছর তিনি বাইডেনের বিরুদ্ধে আবার অভিযোগ তোলেন। এ জন্য তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। তাই তিনি রাশিয়া যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বলেছেন, যখন বিমান থেকে মস্কোর মাটিতে পা রেখেছি, অনেকদিন পর মনে হয়েছে আমি নিরাপদ। আমার কথা মানুষ শুনবে। আমাকে সম্মান জানাবে, যা আমার নিজের দেশে ঘটেনি। সংবাদ সম্মেলনে টারা রিডিকে রাশিয়ার নাগরিকত্ব দেয়ার বিষয়ে আলোচনা করার প্রতিশ্রুতি দেন মারিয়া বুতিনা। তাকে দ্রুত নাগরিকত্ব দিতে প্রেসিডেন্ট পুতিনের কাছে অনুরোধ জানানোরও প্রতিশ্রুতি দেন তিনি।