খেলা
আইপিএলে কে কত প্রাইজমানি পেলো?
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ৩০ মে ২০২৩, মঙ্গলবার, ১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

শেষ হয়েছে ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)। রুদ্ধশ্বাস ফাইনালে গুজরাট টাইটানসকে ষোড়শ আসরের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। শিরোপাজয়ী সিএসকেকে প্রায় ২৬ কোটি টাকার আর্থিক পুরস্কার দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাছাড়া অন্যান্য দল এবং খেলোয়াড়দের মিলিয়ে রেকর্ড পরিমাণ প্রাইজমানি দেয়া হয়েছে।
আইপিএলের ষোড়শ আসরে রেকর্ড ৬০ কোটি ৩১ লাখ টাকারও বেশি আর্থিক পুরস্কার দিয়েছে বিসিসিআই। যা গত বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানির চেয়েও বেশি। বিশ্বকাপে মোট ৬০ কোটি সাড়ে ৩ লাখ টাকা আর্থিক পুরস্কার দিয়েছিল আইসিসি।
চ্যাম্পিয়ন এমএস ধোনির চেন্নাই সুপার কিংস সর্বোচ্চ ২৫ কোটি ৯৪ লাখ টাকা আর্থিক পুরস্কার পেয়েছে। রানার্সআপ গুজরাট টাইটানসের প্রাপ্তি ১৫ কোটি ৮৬ লাখ টাকা। তৃতীয় স্থান অর্জন করা মুম্বই ইন্ডিয়ানস পেয়েছে ৯ কোটি ৭ লাখ টাকা। ৮ কোটি ৯৭ লাখ টাকা পেয়েছে চতুর্থ হওয়া লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ফেয়ার প্লের জন্য শুধু ট্রফি পেয়েছে দিল্লি ক্যাপিটালস।
খেলোয়াড়দের পুরস্কারের তালিকায় শুবমন গিলের জয়জয়কার। চারটি ভিন্ন ক্যাটাগরিতে- টুর্নামেন্ট সেরা, সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ চার এবং মৌসুমসেরা গেম চেঞ্জার হয়ে মোট ৫১ লাখ ৮৪ হাজার টাকা কামাই করেছেন গুজরাট টাইটানসের এই ব্যাটার। প্রত্যেক ক্যাটাগরিতে ১২ লাখ ৯৬ হাজার টাকা করে পেয়েছেন শুবমন। সবচেয়ে বেশি ছক্কা এবং সবচেয়ে লম্বা ছক্কা- এই দুই ক্যাটাগরিতে ২৫ লাখ ৯২ হাজার টাকা পুরস্কার পেয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দক্ষিণ আফ্রিকান ব্যাটার ফাফ ডু প্লেসি। সর্বোচ্চ উইকেট শিকারী গুজরাট টাইটানসের ইন্ডিয়ান পেসার মোহাম্মদ শামি পেয়েছেন ১২ লাখ ৯৬ হাজার টাকা। সেরা উদীয়মান তারকার খেতাব জিতে ১২ লাখ ৯৬ হাজার টাকা পুরস্কার পেয়েছেন রাজস্থান রয়্যালসের তরুণ ব্যাটার জশস্বী জয়সওয়াল। সুপার স্ট্রাইকার রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল ১২ লাখ ৯৬ হাজার টাকার সঙ্গে জিতেছেন একটি গাড়ি। মৌসুমসেরা ক্যাচ নিয়ে ১২ লাখ ৯৬ হাজার টাকা প্রাইজমানি পেয়েছেন গুজরাট টাইটানসের আফগান তারকা রশিদ খান। সেরা পিচ ও গ্রাউন্ডের পুরস্কার জিতে যৌথভাবে ৬৪ লাখ ৮৬ হাজার টাকা উপার্জন হয়েছে ওয়াংখেড়ে ও ইডেন গার্ডেনস স্টেডিয়ামের।