খেলা
স্টেশনের মেঝেতে রাত কাটালেন আইপিএলের দর্শকরা
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ২৯ মে ২০২৩, সোমবার, ৫:৪৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:০৬ অপরাহ্ন

বৃষ্টির কারণে রিজার্ভ ডে-তে চলে যায় আইপিএল ষোড়শ আসরের ফাইনাল। আর শিরোপার লড়াই উপভোগের আশায় রোববার গোটা রাত স্টেশনেই কাটিয়ে দেন গুজরাট টাইটানস এবং চেন্নাই সুপার কিংসের সমর্থকরা। ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বসেছিল আইপিএলের ষোড়শ আসরের ফাইনাল। তবে রোববার বৃষ্টির কারণে ম্যাচে গড়ায়নি একটি বলও। অগত্যা ফাইনাল রিজার্ভ ডে তে নিতে হয়।
খেলা না হওয়া আইপিএল কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববারের টিকিট দিয়েই সোমবার খেলা দেখা যাবে। আর ফাইনাল উপভোগের আশায় বাড়ি ফেরেননি অনেক দর্শক। আহমেদাবাদের বাইরে থেকে আসা ক্রিকেটপ্রেমীদের অনেকের খেলা শেষে রাতের ট্রেনে বাড়ি ফেরার পরিকল্পনা ছিল। তাই তারা হোটেল বুক করেনি। বৃষ্টির কারণে খেলা না হওয়ায় সেই মুহূর্তে নতুন করে হোটেল ভাড়া করার পরিস্থিতি না থাকায় অনেকেই আহমেদাবাদ স্টেশনেই রাত্রিযাপন করেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু স্থিরচিত্রে দেখা যায় স্টেশনের মেঝেতে চেন্নাইয়ের জার্সি পরা অনেকে ঘুমোচ্ছেন। স্টেশনের ওয়েটিং রুমসহ সুযোগ সুবিধা মতো জায়গা নিয়ে ঘুমাতে দেখা যায় তাদের।
প্ল্যাটফর্মের মেঝেতে ঘুমন্ত ক্রিকেটপ্রেমীদের অধিকাংশই চেন্নাই সুপার কিংসের ভক্ত। অনেকে ধোনির ৭ নম্বর জার্সি পরেও ঘুমাচ্ছিলেন। সুমিত কুমার নামের একজন ঘুমন্ত ক্রিকেটপ্রেমীদের কিছু ছবি টুইটারে পোস্ট করে লিখেছেন, ‘এখন বাজে রাত ৩টা। আমি আহমেদাবাদ স্টেশনে আছি। এখানে অনেক মানুষ চেন্নাইয়ের জার্সি পরে ঘুমাচ্ছেন। কেউ কেউ জেগেও আছেন। আমি তাদের জিজ্ঞেস করলাম আপনারা এখানে কী করছেন, উত্তরে বললেন আমরা শুধু এমএস ধোনিকে দেখতে এসেছি।’