বিশ্বজমিন
জয় এরদোগানেরই
মানবজমিন ডেস্ক
(৪ মাস আগে) ২৮ মে ২০২৩, রবিবার, ১১:২১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:০৬ পূর্বাহ্ন
.jpeg)
রিসেপ তাইয়েফ এরদোগানই জয় পেলেন। অল্প ব্যবধানে কামাল কিলিচদারোগ্লুকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। রোববার ভোট গ্রহণ শেষে রাতে ফল ঘোষণা করা হয়।
এর আগে গত ১৪ মে অনুষ্ঠিত হয় তুরস্কের প্রথম দফা নির্বাচন। সেই নির্বাচনে এরদোগান পেয়েছিলেন ৪৯ দশমিক ৫২ শতাংশ ভোট। অল্পের জন্য ঝুলে যায় তার ভাগ্য। অন্যদিকে, ওই নির্বাচনে তার প্রধান প্রতিপক্ষ কামাল পেয়েছিলেন ৪৪ দশমিক ৮৮ শতাংশ ভোট। ফলে দেশটির নিয়ম অনুযায়ী রোববার ফের প্রেসিডেন্ট নির্বাচন হয়। ওই একই ভোটে তৃতীয় স্থান পেয়েছিলেন সিনান ওগান। তিনি পেয়েছিলেন ৫ দশমিক ২০ ভাগ ভোট।
পাঠকের মতামত
আলহামদুলিল্লাহ। এ বিজয় পশ্চিমাদের গালে একটা সজোরে চপেটাঘাত। তবে সুলতান সুলেমান তথা এরদোয়ানকে আরো সতর্ক হতে হবে।
একজন ব্যক্তি একটি দল বারবার নির্বাচিত হলে গনতান্ত্রীক দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে বলে মনে হয়। যাইহোক এরদোগান সাহেবকে অভিনন্দন জানাই
তুরস্কে গণতন্ত্রের জয় হয়েছে। পশ্চিমাদের ও মোস্তফা কামালের চাপিয়ে দেয়া ইসলাম বিদ্বেষিতা সত্ত্বেও গণতান্ত্রিক ধারায় সিংহভাগ লোকের মতের জয় হয়েছে। বাংলাদেশে যদি গণতান্ত্রিকতার চর্চা থাকত, তাহলে সিংহভাগ জনতা হিন্দুত্ববাদের রথে চড়ে আসা ইসলাম বিদ্ধেষীতাকে প্রত্যাখ্যান করতো। নারায়ণ চন্দ্র পালের ধর্মান্তরিত মুসলিম বংশধররা দেশটাকে গণতান্ত্রিক ও ইসলামী মূল্যবোধহীন করতে পারতো না।
সে দেশে আমাদের মতো ভোট চোর নাই বলে সামান্য ব্যবধানের জন্য আবার নির্বাচন করতে হলো। অভিনন্দন ইসলামের বীর সিপাহসালার
তৃতীয় বারে বিজয়ী হওয়ার জন্য রিসেপ তায়েফ এরদগানকে অভিনন্দন ! আচ্ছা ওদের নির্বাচনে পুলিশ ও প্রশাসন কারো পক্ষে রাতের বেলা মূল কাজটা সেরে দিনের বেলা কেবল বিজয়ীর নাম ঘোষনা করেনা কেন ? ওদের কোন কেন্দ্রে কি সবাই একই মার্কায় ভোট দেয় ? বা কোন কেন্দ্রে ১১০% ভোট পড়ে? অথবা কোন কেন্দ্রের কোন ভোটার মরেনি বা বিরত থাকেনি বা বিদেশে অবস্থান করেনি? আমাদের এখানে অবলীলায় হলেও কোন অসুবিধা হয়না কেন? উত্তরটা আগামী দিনের জন্য তোলা থাকলো।
CONGRATULATIONS! WE WISH THE PRESIDENT STAY HEALTHY AND HEALTHY FOR SERVING THE GREAT TURKISH NATION.
মন্তব্য করুন
বিশ্বজমিন থেকে আরও পড়ুন
বিশ্বজমিন সর্বাধিক পঠিত
পিটার হাসের নিরাপত্তা উদ্বেগ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়/ কূটনীতিকদের নিরাপত্তা যুক্তরাষ্ট্রের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ, প্রয়োজনে আরো নিষেধাজ্ঞা
ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার/ আমরা চাই বাংলাদেশে নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]