খেলা
বৃষ্টিতে নস্যাৎ নিগার-পিংকির সম্ভাবনা
স্পোর্টস ডেস্ক
২৮ মে ২০২৩, রবিবার
ঢাকা প্রিমিয়ার নারী ক্রিকেট লীগে গতকাল ছিল বৃষ্টির বাগড়া। থেমে থেমে আসা বৃষ্টিতে ভেসে যায় দিনের দুটি ম্যাচই। বিকেএসপির তিন নম্বর মাঠে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে ৩৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫১ রান করে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ। বড় ইনিংসের সম্ভাবনা জাগিয়েও বৃষ্টির বাগড়ায় তা করতে পারেননি আগের ম্যাচে দ্যুতি ছড়ানো দুই ব্যাটার নিগার সুলতানা জ্যোতি ও ফারজানা হক পিংকি। আগের ম্যাচে সেঞ্চুরি করা নিগার অপরাজিত থাকেন ৪১ রানে। আর সেদিন ৯২ রানের অপরাজিত ইনিংস খেলা ফারজানা গতকাল খেলেন হার না মানা ৩৯ রানের ইনিংস। টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৫৮ রান পায় রূপালী ব্যাংক। ৩৬ বলে ৩৩ রান করে আউট হন সাথী রানি। ৯০ রানের মাথায় আরেক ওপেনার ফারজানা আক্তার ফেরেন ৬৮ বলে ৩৪ রান করে। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে ৬৯ বলে ৬১ রান যোগ করেন ফারজানা ও নিগার।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা মন্দ ছিল না গুলশানের। দেখেশুনে খেলছিলেন দুই ওপেনার নিপা আক্তার ও শারমিন সুলতানা। অষ্টম ওভারে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন অধিনায়ক শারমিন। দলের ৫৫ রানের মাথায় নিপা ৩২ রান করে ফিরলে প্রথম উইকেট হারায় তারা। ৪২ বলের ইনিংসে ৬টি চার মারেন তিনি। এরপর বাকিরা কেউ ইনিংস বড় করতে পারেননি। পুনরায় ব্যাটিংয়ে নেমে ২৫ রানে অপরাজিত থাকেন শারমিন। প্রথম ম্যাচে রূপালী ব্যাংকের বিপক্ষে ১৪৮ রানে হেরেছিল গুলশান। সিটি ক্লাবকে ৬৬ রানে হারিয়েছিল বিকেএসপি।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন
খেলা সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]