প্রথম পাতা
‘আমি বিদেশ যাবো না’
মানবজমিন ডেস্ক
২৭ মে ২০২৩, শনিবার
আপাতত বিদেশ যাওয়ার কোনো পরিকল্পনা নেই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের চেয়ারম্যান ইমরান খানের। গতকাল টুইট করে তিনি এ কথা জানিয়েছেন। পাশাপাশি তাকে ‘এক্সিট কন্ট্রোল লিস্ট’ বা ইসিএল-এ যুক্ত করায় তিনি সরকারকে ধন্যবাদ দিয়েছেন। টুইটারে ইমরান বলেন, ইসিএল-এ আমার নাম যুক্ত করায় আমি সরকারকে ধন্যবাদ দিতে চাই। কারণ আমার এখন বিদেশ যাওয়ার কোনো পরিকল্পনা নেই। আমার বিদেশে না কোনো সম্পত্তি আছে না কোনো ব্যবসা আছে। আমার তো বিদেশে কোনো ব্যাংক অ্যাকাউন্টও নেই। আমার যা আছে, সব পাকিস্তানেই। এরপর তিনি আরও বলেন, আমার যদি ছুটি কাটাতেও হয় আমি পাকিস্তানের উত্তরে থাকা পাহাড়ি এলাকায় ছুটি কাটাবো। কারণ সেটি আমার কাছে পৃথিবীর সব থেকে পছন্দের জায়গা।
উল্লেখ্য, এর আগে ইমরান খানসহ পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) কমপক্ষে ৬শ’ নেতা ও সাবেক প্রাদেশিক পরিষদের সদস্যের নাম ‘নো-ফ্লাই’ লিস্টে উঠেছে।
পাঠকের মতামত
আগামী জাতীয় নির্বাচনের পর বাংলাদেশও এই রকম একটা তালিকা হতে পারে।