বিনোদন
৬০ বছর বয়সে দ্বিতীয় বিয়ে
বিনোদন ডেস্ক
(৫ দিন আগে) ২৬ মে ২০২৩, শুক্রবার, ১২:০৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:০৭ অপরাহ্ন

৬০ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা আশিষ বিদ্যার্থী। গতকাল কলকাতার এক ক্লাবে ছিমছাম অনুষ্ঠানের মধ্য ব্যবসায়ী রুপালি বড়ুয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। রুপালি ও আশিষ আইনি বিয়ের মাধ্যমে নতুন জীবন শুরু করলেন। বিয়েতে উপস্থিত ছিলেন আশিষের বন্ধু-বান্ধব ও নিকট আত্মীয়রা। ৬০ বছর বয়সে দ্বিতীয়বার বিয়ে করে আশিষ সংবাদমাধ্যমকে বলেন, জীবনের এই পর্যায়ে এসে রুপালিকে বিয়ে করাটা এক অদ্ভুত অনুভূতি। জানা গেছে, কলকাতায় রুপালির একটি ফ্যাশন হাউজ রয়েছে। রুপালি বলেন, বহু আগে থেকেই আশিষকে চিনি। বন্ধুত্ব থেকেই শুরু। পরে দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নেই। এর আগে বর্ষীয়ান অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার কন্যা রাজশী বড়ুয়াকে বিয়ে করেছিলেন অভিনেতা আশিষ।
পাঠকের মতামত
অনৈতিকতার পথে না যেয়ে বরং বিয়ে করেছেন এইজন্যে আশীর্বাদ রইলো উভয়কে !