কলকাতা কথকতা
নাটমন্দিরে কবি নজরুলের ছবি রাখা যাবে না, ফতোয়া নিয়ে বিতর্ক
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৬ দিন আগে) ২৫ মে ২০২৩, বৃহস্পতিবার, ৫:৫৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৩ অপরাহ্ন

এই সেই নবদ্বীপ, যেখানে শ্রী শ্রী চৈতন্য বাংলার নবজাগরণ ঘটিয়েছিলেন। ধর্মের দাসত্ব থেকে মুক্তি পেতে শিখিয়েছিলেন মানুষকে। আর এই নবদ্বীপে ঘটে গেল কলঙ্কজনক এক ঘটনা। স্থানীয় রাধারানী নাটমন্দিরে আয়োজন করা হয়েছিল নজরুল-রবীন্দ্র জয়ন্তীর। কিন্তু মন্দির কর্তৃপক্ষ আপত্তি জানালেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতি রাখায়। উদ্যোক্তারা জানালেন, মন্দির কমিটি আপত্তি জানিয়েছে এই কবির ছবি রাখায়। তাদের সাফ বক্তব্য- রবীন্দ্রনাথের ছবির সঙ্গে নজরুলের ছবি রাখা যাবে না। দৃশ্যত এই ফতোয়ায় ভেঙে পড়েন উদ্যোক্তারা। নিন্দার ঝড় বয়ে যায় শহরে। কিন্তু মন্দির কমিটি অনড়।
পাঠকের মতামত
Thanks jaman saheb
@Sdd, ইসলামে ছবি টাঙ্গানো হারাম,সে যে হোক না কেন,মন্দিরে তা না মন্দিরে পূজা করা হয় ছবির।
কোন মসজিদে রবীন্দ্র-নজরুল জয়ন্তী সম্ভব কি? নাট মন্দির ছাড়া কি নদিয়ায় এই অনুষ্ঠানের জন্য কোন জায়গা পাওয়া গেলো না? উদ্যোক্তাদের এটি ছিল উদ্দেশ্যমূলক আয়োজন।
ওরা এখনো রয়ে গেছে সনাতন আফসোস, হতে পারেনি ইনসান!
দুঃখ কষ্ট আর অনাদর অবহেলা যার নিয়তি, যার জন্মই আজন্ম যন্ত্রণার, মৃত্যু আরো হৃদয় বিদারক দিনের পর দিন খেয়ে না খেয়ে অভিমানি কবি শেষ নিঃশ্বাস ত্যাগ বেঁচে গিয়েছিলেন। জীবনে যিনি ঘাটে ঘাটে অপমান অপদস্ত হয়েছেন মরণের পর নাটমন্দিরের দেয়ালে এইটুকু দয়া না করলেও চলে। এতে বিতর্কের কি? নাম তাঁর নজরুল ইসলাম মন্দিরে না হয় না হলো, তাঁর তো জায়গা রয়েছে শতকোটি মুসলমানের হৃদয়ে। জীবনে যারে তুমি দাওনি মালা মরণে কেন তারে দিতে এলে ফুল। জীবনে যার ছিলো এতো অবহেলা মরণে ফুল দিলে কি লাভ কবি আমার তো নেই জানা।
Beware!!! Do not compare religion with humanity....