কলকাতা কথকতা
নাটমন্দিরে কবি নজরুলের ছবি রাখা যাবে না, ফতোয়া নিয়ে বিতর্ক
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ২৫ মে ২০২৩, বৃহস্পতিবার, ৫:৫৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৩ অপরাহ্ন

এই সেই নবদ্বীপ, যেখানে শ্রী শ্রী চৈতন্য বাংলার নবজাগরণ ঘটিয়েছিলেন। ধর্মের দাসত্ব থেকে মুক্তি পেতে শিখিয়েছিলেন মানুষকে। আর এই নবদ্বীপে ঘটে গেল কলঙ্কজনক এক ঘটনা। স্থানীয় রাধারানী নাটমন্দিরে আয়োজন করা হয়েছিল নজরুল-রবীন্দ্র জয়ন্তীর। কিন্তু মন্দির কর্তৃপক্ষ আপত্তি জানালেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতি রাখায়। উদ্যোক্তারা জানালেন, মন্দির কমিটি আপত্তি জানিয়েছে এই কবির ছবি রাখায়। তাদের সাফ বক্তব্য- রবীন্দ্রনাথের ছবির সঙ্গে নজরুলের ছবি রাখা যাবে না। দৃশ্যত এই ফতোয়ায় ভেঙে পড়েন উদ্যোক্তারা। নিন্দার ঝড় বয়ে যায় শহরে। কিন্তু মন্দির কমিটি অনড়। রবীন্দ্র-নজরুল সন্ধ্যা হয় নজরুলের ছবি ছাড়াই। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছে মন্দির কমিটি। কিন্তু বহু বছর আগে যে জনপদ এক সন্ন্যাসীর আদর্শে অনুপ্রাণিত হয়ে সংস্কারের বেড়াজাল ভেঙেছিলো, সেখানে এই ভেদাভেদ কী সংগত!