বিশ্বজমিন
ইমরানের মুক্তিতে আনন্দ প্রকাশ করায় চাকরি গেলো পুলিশ সদস্যের
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ২৫ মে ২০২৩, বৃহস্পতিবার, ১২:২৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৪ পূর্বাহ্ন

ইমরান খানের মুক্তিতে আনন্দ প্রকাশ করায় চাকরি গেলো পাকিস্তানের এক পুলিশ কনস্টেবলের। দেশটির ফয়সালাবাদ শহরের ওই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগ আনা হয়। বুধবার সিটি পুলিশ অফিসার (সিপিও) তাকে চাকরি থেকে বরখাস্ত করেছেন। এ খবর দিয়েছে ডন।
খবরে বলা হয়, পিটিআই চেয়ারম্যান ইমরান খানের জেল থেকে মুক্তি পাওয়ার পর কনস্টেবল ফাইজান সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপ আপলোড করেন। এতে তাকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। এরপরই সিপিও উসমান আকরাম গন্ডল তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেন।
এর আগে ভিডিও ক্লিপটি ভাইরাল হলে এ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিলেন সিপিও। তদন্ত রিপোর্টে তাকে পুলিশ বিভাগের শৃঙ্খলা লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের আলোকে বুধবার ওই কনস্টেবলকে চাকরি থেকে বরখাস্ত করেন সিপিও। একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী এবং এর প্রতিটি কর্মকর্তাকে অবশ্যই রাজনৈতিক সংশ্লিষ্টতার ঊর্ধ্বে থাকতে হবে। বিশেষ করে ইউনিফর্ম পরে তারা কোনো পক্ষ নিতে পারে না।