কলকাতা কথকতা
ক্যান্সার আক্রান্ত সেই বৃদ্ধার সঙ্গে ভিডিও কলে কথা বললেন শাহরুখ
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ২৪ মে ২০২৩, বুধবার, ১০:২৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৫৩ অপরাহ্ন
সেই ক্যান্সার আক্রান্ত শাহরুখভক্ত মহিলার কথা মনে আছে? শিবানী চক্রবর্তী, খড়দহের ৬৭ বছর বয়স্ক বৃদ্ধা যিনি মরার আগে একবার শাহরুখের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। মানবজমিন এই বৃদ্ধার বিষয়ে বিস্তারিত রিপোর্ট করেছিল। ফার্স্ট ডে ফার্স্ট শো- তার বাঁধা থাকতো শাহরুখের সিনেমার জন্য। অশক্ত শরীর, মৃত্যুর পদধ্বনি- তাও পাঠান দেখতে ভুল হয়নি। শাহরুখকে বাঙালি মতে একবার ঝোল ভাত খাওয়ানোর বাসনা ছিল তার। শেষেরটা অবশ্য পূর্ণ হয়নি। কিন্তু মঙ্গলবার রাতে ভিডিও কলে শাহরুখ আধঘন্টা কথা বলেন শিবানী চক্রবর্তীর সঙ্গে। সোশ্যাল মিডিয়া ও ফ্যান ক্লাবের মাধ্যমে শাহরুখ শিবানী দেবীর খবর জানতে পারেন।
শাহরুখের সেক্রেটারি ফোন করে শিবানী চক্রবর্তীর মেয়ে প্রিয়া চক্রবর্তীকে জানিয়েছিলেন, মঙ্গলবার রাতে শাহরুখ কথা বলবেন শিবানী দেবীর সঙ্গে। প্রতীক্ষিত সেই মুহূর্ত আসে রাত ৯টার পর। বলিউডের বেতাজ বাদশা শাহরুখ ভিডিও কল করে শিবানী দেবীকে সাহস যোগান। পাশে থাকার আশ্বাস দেন। আজ বুধবার সন্ধ্যায় খড়দহের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় যান চক্রবর্তী বাড়িতে। শোভনদেবও চিকিৎসার আশ্বাস দেন। বলেন, বেসরকারি হাসপাতালে ক্যান্সার চিকিৎসা করাতে করাতে পরিবারটি প্রায় ফতুর হয়ে গেছে। শাহরুখ খান মহান ব্যক্তি, তাই তিনি পাশে থাকার আশ্বাস দিয়েছেন। শিবানী চক্রবর্তী ও তার মেয়ে প্রিয়া তাদের স্বপ্নের মানুষটার কথা বলতে গিয়ে অভিভূত। শিবানী বললেন- আমার যন্ত্রনা যেন অর্ধেক হয়ে গেল যখন মা সম্বোধনে শাহরুখ নিজে আমার সঙ্গে কথা বললেন।