ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ৯ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা

রাজ্য-কেন্দ্র সংঘাত তীব্র, নীতি অযোগের বৈঠকে যাচ্ছেন না মমতা

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(৩ মাস আগে) ২৪ মে ২০২৩, বুধবার, ৩:৩০ অপরাহ্ন

দুই রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং ভগবন্ত সিং মান কলকাতায় ঘুরে যাওয়ার পর তীব্র হলো কেন্দ্র-রাজ্য সম্পর্ক। আগামী শনিবার নীতি অযোগের বৈঠকে যোগ দিচ্ছেন না মমতা। সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎ হওয়ার কথা এই বৈঠকে। বুধবার দুপুরে নবান্নে এই খবরটি প্রচার হওয়া মাত্র আলোড়ন পড়ে যায়। কারণ, মাত্র কদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি দিল্লির নীতি অযোগের বৈঠকে যোগ দেবেন। মমতা যদিও এখনও নিজ মুখে তাঁর দিল্লি না যাওয়ার কথা ঘোষণা করেননি, কিন্তু নবান্নর নির্ভরযোগ্য সূত্রের খবর, মমতা নীতি অযোগের বৈঠকে যাচ্ছেন না। নীতি অযোগের বৈঠকের পরদিনই নতুন সংসদ ভবনের উদ্বোধন। তৃণমূল কংগ্রেস সরকারিভাবে এই অনুষ্ঠান বয়কট করছে। মমতার নীতি অযোগের বৈঠকে না যাওয়ার অন্যতম কারণ এটাও। এছাড়াও কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে রাজ্যে এজেন্সি লাগিয়ে তৃণমূলকে বিব্রত করছে সেটাও তাঁর না যাওয়ার একটি কারণ।

বিজ্ঞাপন
ইংরেজি বর্ণমালার ক্রম অনুযায়ী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বলার সুযোগ আসে শেষদিকে। সেটাও অপছন্দ মমতার। রাজ্যের দাবি দাওয়া তুলে ধরার সুযোগ না পাওটাও একটা কারণ নীতি অযোগের বৈঠক সম্পর্কে মমতার আনীহার। তাছাড়া দিল্লি ও পাঞ্জাব এর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মমতার মনে হয়েছে বিজেপির বিরুদ্ধে সার্বিক যুদ্ধর প্রয়োজনীয়তা আছে। এই অবস্থায় তাদের ডাকা নীতি অযোগের বৈঠকে যোগদান  প্রহসন ছাড়া আর কিছু নয়।
 

কলকাতা কথকতা থেকে আরও পড়ুন

আরও খবর

কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

সৌরভের আশ্চর্য রূপান্তর/ ছিলেন ক্রিকেটার, হয়ে গেলেন শিল্পপতি

দিল্লি হাইকোর্টের চাঞ্চল্যকর রায়/ বিয়ের পর যৌন সম্পর্কে লিপ্ত না হওয়াটা নিষ্ঠুরতার শামিল

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status