কলকাতা কথকতা
রাজ্য-কেন্দ্র সংঘাত তীব্র, নীতি অযোগের বৈঠকে যাচ্ছেন না মমতা
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ মাস আগে) ২৪ মে ২০২৩, বুধবার, ৩:৩০ অপরাহ্ন
দুই রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং ভগবন্ত সিং মান কলকাতায় ঘুরে যাওয়ার পর তীব্র হলো কেন্দ্র-রাজ্য সম্পর্ক। আগামী শনিবার নীতি অযোগের বৈঠকে যোগ দিচ্ছেন না মমতা। সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎ হওয়ার কথা এই বৈঠকে। বুধবার দুপুরে নবান্নে এই খবরটি প্রচার হওয়া মাত্র আলোড়ন পড়ে যায়। কারণ, মাত্র কদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি দিল্লির নীতি অযোগের বৈঠকে যোগ দেবেন। মমতা যদিও এখনও নিজ মুখে তাঁর দিল্লি না যাওয়ার কথা ঘোষণা করেননি, কিন্তু নবান্নর নির্ভরযোগ্য সূত্রের খবর, মমতা নীতি অযোগের বৈঠকে যাচ্ছেন না। নীতি অযোগের বৈঠকের পরদিনই নতুন সংসদ ভবনের উদ্বোধন। তৃণমূল কংগ্রেস সরকারিভাবে এই অনুষ্ঠান বয়কট করছে। মমতার নীতি অযোগের বৈঠকে না যাওয়ার অন্যতম কারণ এটাও। এছাড়াও কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে রাজ্যে এজেন্সি লাগিয়ে তৃণমূলকে বিব্রত করছে সেটাও তাঁর না যাওয়ার একটি কারণ।