কলকাতা কথকতা
নুসরাতকে পার্টটাইম রাজনীতিবিদ বলে কটাক্ষ করলো বিজেপি
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ২৪ মে ২০২৩, বুধবার, ১২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:১৪ অপরাহ্ন
বসিরহাটের সংসদ সদস্য নুসরাত জাহান, টলিউডের গ্ল্যামার কুইন যে শুধুমাত্র রাজনীতির ময়দানে স্বমহিমায় ফিরেছেন তাই নয়, ঝাঁজালো, আক্রমণাত্মক ভাষণও দিচ্ছেন। সম্প্রতি বসিরহাটের একটি জনসভায় তিনি আসন্ন পঞ্চায়েত ভোট নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন- বিজেপি ভোট চাইতে এলে আপনারা ওদের বাঁশ দিয়ে পেটাবেন। এই বাংলাকে ওরা পঙ্গু করছে, ভাতে মারছে, আবার ভোট? কেউ বিজেপি বা কংগ্রেসের হয়ে ভোট চাইলেই তাদের বাঁশ কিংবা কঞ্চি দিয়ে পেটান।
নুসরাতের এই ভাষণ ভাইরাল হতেই বিজেপি নড়েচড়ে বসেছে। বিজেপির পক্ষ থেকে একটি বার্তায় বলা হয়েছে- নুসরাত পার্ট টাইম রাজনীতিবিদ। নিজের কেন্দ্রকেই তিনি সময় দিতে পারেন না। বড় বড় কথা বলার তাঁর কোনো অধিকার নেই। নুসরাত বলছেন- বলবোই তো, আলবাত বলবো। একশো দিনের কাজের টাকা বন্ধ করেছে, যে কোনও কল্যাণকর কাজে বাধা দিচ্ছে, গণতন্ত্রকে ধ্বংস করছে, বাঁশ দিয়ে পিটিয়ে বিজেপি বিতারণের কথা বলে তিনি কোনো অন্যায় করেছেন বলে নুসরাত মনে করেন না।
এই অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী -- দুহাজার একুশে প্রমাণ হয়ে গেছে, বিজেপি বাংলার দল নয়। তাই বাংলার জন্যে এদের মনে বিন্দুমাত্র দরদ নেই। আর নিজের কেন্দ্রে তাঁর যোগাযোগ নিয়ে নুসরাত বলেন- এই বিষয়ে বিজেপির সার্টিফিকেট আমার দরকার নেই। আমার কেন্দ্রের মানুষ জানে তাদের পাশে সংসদ সদস্য আছে কিনা।